ক্ষীরের দুধপুলি(kheerer doodh puli recipe in Bengali)

sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)

#সংক্রান্তির রেসিপি
পৌষসংক্রান্তির এক সুস্বাদু এবং অনন্য রেসিপি হল দুধপুলি।

ক্ষীরের দুধপুলি(kheerer doodh puli recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
পৌষসংক্রান্তির এক সুস্বাদু এবং অনন্য রেসিপি হল দুধপুলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
1 জনের জন্য
  1. 700 গ্রাম দুধ
  2. 1/2 কাপগুঁড়ো দুধ
  3. 2 টোএলাচ
  4. 2 টোতেজপাতা
  5. 300 গ্রামনলেন গুড়
  6. 7 টাকাজু
  7. 4 টেআমন্ড
  8. 1 টা বড় নারকেল
  9. 300 গ্রামচালের গুঁড়ো
  10. 1 কাপচিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    উষ্ন গরম জল দিয়ে চালের গুঁড়ো ভালো করে নরম করে মাখতে হবে, তার আগে চালের গুঁড়ো তে 1/2 টেবিল চামচ নুন দিতে হবে, তারপর ছোটো ছোটো লেচি কেটে বাটির মতো গড়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে গ্রেট করা নারকেল দিয়ে চিনি দিয়ে ভালো করে 10 মিনিট ধরে কষিয়ে শুকনো করে পুর তৈরি করতে হবে।

  3. 3

    বাটির আকারে গড়া চালের খোলসে পুর ভরে পুলি গড়ে নিতে হবে।

  4. 4

    ছোটো চালের দলা দিয়ে লম্বা লম্বা চুসি কাটতে হবে।

  5. 5

    একটা মোটা পাত্রে লিকুইড দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে তেজপাতা ও এলাচ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নলেন গুড় দিয়ে ভালো করে 5 মিনিট নাড়াতে হবে।

  6. 6

    এবার কুচানো কাজু বাদাম ও আমন্ড বাদাম দিয়ে মিশিয়ে পুলি আর চুসি গুলো আসতে আসতে দিয়ে 10 মিনিট মধ্য আঁচে নাড়িয়ে নিতে হবে।

  7. 7

    মিশ্রন ঘন হলে 5 মিনিট পর নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)
I love to cook and eat also (Foodie) ☺
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes