পুরভরা গার্লিক ব্রেড (stuffed garlic bread recipe in Bengali)

Dipali Bhattacharjee
Dipali Bhattacharjee @cook_16234326
Howrah

পুরভরা গার্লিক ব্রেড (stuffed garlic bread recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2 জন
  1. পুরের জন্য
  2. 2টেবিল চামচ কোরানো চিজ
  3. 2টেবিল চামচ কুচানো ধনে পাতা
  4. 2টেবিল চামচ কোরানো পনির
  5. 2টেবিল চামচ নারকেল
  6. ডো এর জন্য
  7. 1 বাটিময়দা
  8. 4 টুকরোপাউরুটি
  9. 1/2 বাটিমটরশুঁটি বাটা
  10. 4টেবিল চামচ তেল
  11. 1টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো
  12. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  13. 1/2 কাপবা ময়দা মাখার জন্য পরিমান মত দই
  14. 3টেবিল চামচ মাখন
  15. 1/2টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  16. 1/2টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
  17. 1টেবিল চামচ বা পরিমান মত নুন
  18. 1টেবিল চামচ বেকিং পাউডার
  19. 1/2টেবিল চামচ খাবার সোডা
  20. 4 কোয়ারসুন থেঁতো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    মটরশুঁটি গুঁড়ো ভাজা মশলা দিয়ে তেলে নাড়িয়ে নিলাম।

  2. 2

    পাউরুটি দই এ ভিজিয়ে রাখলাম।

  3. 3

    ময়দা দই মেশানো পাউরুটি দুধ বেকিং পাউডার ও বেকিং সোডা 1/2 টেবিল চামচ নুন মিশিয়ে মেখে নিলাম

  4. 4

    1/2 ঘন্টা ঢেকে রাখলাম

  5. 5

    কড়াইতে তেল দিয়ে তাতে মাখন আর রসুন মিশিয়ে নিলাম।

  6. 6

    এই তেল রসুনে লঙ্কাগুঁড়ো গরমমশলা গুঁড়ো সামান্য নুন মিশিয়ে নিলাম।

  7. 7

    ডো থেকে 2 টা লেচি কেটে বেলে নিলাম

  8. 8

    এবার এতে পুরের জন্য রাখা উপকরণ থেকে 1 চামচ করে প্রতিটি উপকরণ দিলাম।

  9. 9

    এবার বেলা রুটি টি অর্ধচন্দ্রাকারে ভাঁজ করে নিলাম।

  10. 10

    1/2 ইঞ্চি ছাড়া পরোটার গায়ে দাগ কেটে দিলাম।

  11. 11

    তাতে তেল রসুন ব্রাশ করলাম

  12. 12

    একটা এলমুনিয়াম পাত্রে তেল ব্রাশ করে 5 মিনিট পাত্রটি গরম করে তাতে ব্রেড দিয়ে ওভেনে 180 ডিগ্রির তাপমাত্রায় 20-22 মিনিট রাখলাম

  13. 13

    মাঝে আর একবার রসুন তেল ব্রাশ করে নিলাম

  14. 14

    হয়ে গেলে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dipali Bhattacharjee
Dipali Bhattacharjee @cook_16234326
Howrah
আমি রান্না করতে ভালবাসি
আরও পড়ুন

Similar Recipes