স্টাফড পনির গার্লিক ব্রেড (stuffed paneer garlic bread recipe in Bengali)

Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581

স্টাফড পনির গার্লিক ব্রেড (stuffed paneer garlic bread recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
2 জন
  1. ১ কাপ ময়দা
  2. ১চা চামচ বেকিং পাউডার
  3. ১/৪ চা চামচ বেকিং সোডা
  4. ১/২চা চামচনুন
  5. ২চা চামচ চিনি
  6. ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
  7. প্রয়োজন মতোটকদই ময়দা মাখার জন্য
  8. ২ চা চামচ সাদা তেল
  9. পুর এর জন্য --
  10. ১০০ গ্রাম পনির
  11. ১টা পেঁয়াজকুচি
  12. ১চা চামচ আদা রসুন কুচি
  13. ৩ টেবিলচামচ ধনেপাতা কুচি
  14. ১চা চামচ গোলমরিচ গুড়ো
  15. ১চা চামচ ওরিগেনো
  16. ১/২কাপ গ্রেট করা চিজ
  17. ১/২ক্যাপসিকামকুচি
  18. ১চা চামচ রসুনবাটা ময়দা মাখার জন্য
  19. ১টা ডিম এর সাদা অংশ ব্রাশ করার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    ময়দা নুন,চিনি,সাদা তেল,ওরিগেনো,বেকিং পাউডার, ও সোডা টকদই ও রসুনবাটা দিয়ে মেখে কোনো গরম জায়গা তে রেখে দিতে হবে। ৩ /৪ ঘন্টার জন্য।

  2. 2

    পুর এর জন্য-কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে পেয়াজ,আদা রসুন দিয়ে নেড়ে পনীর দিয়ে নুন,চিনি, গোলমরিচগুড়ো, ওরিগেনো, চিজ দিয়ে মিশিয়ে পুরটা তৈরি করতে হবে।

  3. 3

    ৩/৪ ঘন্টা পর ময়দা টাকা আরও একটু মেখে লেচি কেটে বেলে নিতে হবে। বাটার ব্রাশ করে একদিকে পনীর পুর দিয়ে চিজ দিয়ে সাইডে জলে লাগিয়ে মুড়ে দিতে হবে। ছুরি দিয়ে উপর এ একটু কেটে দিতে হবে।পুরোটা কাটতে হবে না।

  4. 4

    বেকিং ট্রে তে বাটার পেপার দিয়ে বা তেল ব্রাশ করে ১৮০ ডিগ্রি তে প্রিহিট করা ওভেন এ ১৮০ ডিগ্রিতে ২৫মিনিট বেক করলেই তৈরি হবে গারলিক ব্রেড তৈরি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581
https://youtube.com/channel/UC_bENiNoFoXXiUvfiRxDikw youtube channel -"Hata Khuntir Melbondhon "
আরও পড়ুন

Similar Recipes