গার্লিক ব্রেড (garlic bread recipe in Bengali)

Ayantika Roy
Ayantika Roy @Ayantika_11
Moradabad, Uttar Pradesh

#GA4
#week20
garlicbread

গার্লিক ব্রেড (garlic bread recipe in Bengali)

#GA4
#week20
garlicbread

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
7 সারভিংস
  1. ১৪পিসব্রেকফাস্ট ব্রেড
  2. ৮-৯ কোয়া রসুন কুচি
  3. ২ চা চামচবা স্বাদমতো চিলি ফ্লেক্স
  4. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. ২০০ গ্রামমাখন
  6. ১০০ গ্রামচীজ
  7. ১ কাপধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    রসুন আর ধনেপাতা কুচি করে নিয়েছি।

  2. 2

    মাখন টাকে একটু গোলিয়ে এর মধ্যে রসুন কুচি ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স,গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবারে একটা একটা করে ব্রেড গুলোর ওপরে এই মাখনের মিশ্রণটা লাগাতে হবে।

  4. 4

    লাগানোর পরে ওর ওপরে চীজ দিতে হবে যতটা প্রয়োজন।

  5. 5

    এরপর এর উপরে আর একটা ব্রেড এর পিস চাপিয়ে দিতে হবে। এবারে ওপর থেকে আবার মাখনের মিশ্রণটি লাগাতে হবে।

  6. 6

    এবারে গ্যাসে একটা প্যান রেখে তাতে সাজিয়ে রাখা ব্রেড গুলো একটা একটা করে রেখে সেঁকে নিতে হবে ভালো করে।একটা দিক 2মিনিট সেঁকে নিতে হবে সেই সময় সামনের দিকে মাখন মিশ্রণ লাগিয়ে নিতে হবে।

  7. 7

    একটা দিক হয়ে যাবার পরে হালকা করে ধোরে পরের দিকটা উল্টে দিতে হবে।

  8. 8

    দুটো দিক ভালো মতো সেঁকে নিয়ে নামিয়ে ছুড়ি দিয়ে পিস পিস কেটে নিতে হবে। টম্যাটো সস দিয়ে বা এমনিও এটি খাওয়া যেতে পারে সন্ধে বেলার জলখাবারে গার্লিক ব্রেড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ayantika Roy
Ayantika Roy @Ayantika_11
Moradabad, Uttar Pradesh

Similar Recipes