গার্লিক ব্রেড(Garlic Bread recipe in Bengali)

Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

গার্লিক ব্রেড(Garlic Bread recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচিকেন সেদ্ধ করে ছাড়ানো
  2. 1/3 কাপটকদই
  3. 3 কাপময়দা
  4. 1/2 কাপরসুনকুচি
  5. 1 টিপেঁয়াজকুচি
  6. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  7. 1 কাপদুধ
  8. 1/2 চা চামচবেকিং পাউডার
  9. 1/2 কাপকর্ন
  10. 1/4 চা চামচবেকিং সোডা
  11. 2টেবিল চামচ রেড চিলি সস
  12. পরিমাণ মতো সাদা তেল
  13. 4 টেবিল চামচ ইতালিয়ান সিজনিং
  14. 1টেবিল চামচ অরিগ্যানো
  15. 1/2 টেবিল চামচ ড্রাই পার্সলে
  16. স্বাদ মতনুন ,চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ময়দাতে পার্সলে,নুন,চিনি,ইতালিয়ান সিজনিং,তেল,বেকিং পাউডার,বেকিং সোডা,দই,অরিগানো সব দিয়ে মেখে নিতে হবে

  2. 2

    এবারে একটা বাটিতে বাটার গলিয়ে তাতে বেশি করে রসুনকুচি,ধনেপাতা,পার্সলে দিয়ে মিশিয়ে রাখতে হবে

  3. 3

    এবারে তেল গরম করে একটু রসুনকুচি দিয়ে একটু ভেজে পেঁয়াজকুচি,গাজরকুচি দিয়ে একটু ভেজে তাতে ক্যাপ্সিকাম,কর্ন,চিকেন সব দিয়ে ভেজে তাতে নুন,চিনি ও সব সস,ভিনিগার দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে

  4. 4

    তারপর কড়াইতে একটু বাটার গরম করে রসুনকুচি দিয়ে একটু ভেজে তাতে ময়দা দিয়ে ভেজে দুধ দিয়ে ভালো করে সব মিশিয়ে ওপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে হোয়াইট সস বানাতে হবে

  5. 5

    এবারে ময়দার লেচি কেটে রুটির মতো বেলে মাঝে বাটার রসুনকুচি দিয়ে একপাশে হোয়াইট সস দিয়ে তার উপর চিকেনের পুর দিয়ে মুখটা ভালো করে মুড়ে ওপরে ছুরি দিয়ে একটু করে 3-4 জায়গায় একটু করে কেটে নিতে হবে যাতে শুধু ওপর অংশটাই কাটে নিচের অংশটা কিন্তু কাটলে হবে না

  6. 6

    এবারে কড়াইতে একটু বেশি পরিমানে নুন গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা থালাতে তৈরী করে রাখা ব্রেডটা দিয়ে ওপরে ঢাকা দিয়ে কম আঁচে 30-35 মিনিট রেখে গ্যাস অফ করে আরো কিছুক্ষন রেখে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

Similar Recipes