মেক্সসিক্যান টাকোস

Sweta Das
Sweta Das @cook_19294114

#GA4
#Week21
আজ আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি মেক্সসিক্যান

মেক্সসিক্যান টাকোস

#GA4
#Week21
আজ আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি মেক্সসিক্যান

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 2 কাপময়দা
  2. 2 টিআলু সিদ্ধ
  3. 1 কাপগ্রেট করা চীজ
  4. পরিমাণ মতো মতো সাদা তেল
  5. 1 টাপেঁয়াজ স্লাইস( ঐচ্ছিক)
  6. 1 চা চামচমিক্সড হার্বস
  7. 1/2 চা চামচচিলি ফ্লেক্স
  8. 2 টেবিল চামচগোল মরিচ গুঁড়ো
  9. স্বাদমতোনুন স্বাদ মতো
  10. 1/2 কাপধনেপাতা
  11. 1 চা চামচটমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে নুন ও সাদা তেল দিয়ে ময়দা শক্ত করে মেখে নিতে হবে।

  2. 2

    আলু সিদ্ধ ও শুকনো মশলা ও নুন দিয়ে সব একসাথে মেখে নিতে হবে।

  3. 3

    এরপর ময়দা থেকে ছোট লেচি কেটে নিতে হবে।

  4. 4

    মাঝারি সাইজের করে বেলে নিতে হবে

  5. 5

    এরপর দুটো পিঠ ভালো করে সেকে নিতে হবে।

  6. 6

    এরপর টমেটো সস মাখিয়ে নিতে হবে

  7. 7

    এরপর চিজ ও আলু মাখা পরে আরো চিজ দিয়ে মুড়তে হবে।

  8. 8

    পরে চিজ আবার ও পরে চিজ

  9. 9

    প্যানে সাদা তেল দিয়ে ভাজতে হবে

  10. 10

    দু পিঠ গোল্ডেন ব্রাউন হলে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Das
Sweta Das @cook_19294114

Similar Recipes