চীজি পাস্তা (Cheesy pasta recipe in bengali)

Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

#GA4
#Week5
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি ইতালিয়ান অপশন টি বেছে নিয়েছি ।
আর সব থেকে কমন ইতালিয়ান পদ হলো পাস্তা ।সেই সহজ সরল রেসিপি টা বর্ণনা করলাম ।

চীজি পাস্তা (Cheesy pasta recipe in bengali)

#GA4
#Week5
এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি ইতালিয়ান অপশন টি বেছে নিয়েছি ।
আর সব থেকে কমন ইতালিয়ান পদ হলো পাস্তা ।সেই সহজ সরল রেসিপি টা বর্ণনা করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মি
2জন
  1. 200 গ্রামপাস্তা
  2. 1 টিপেঁয়াজ কুচি
  3. 4কোয়া রসুন কুচি
  4. 2টিকাঁচা লঙ্কা কুচি
  5. 1 কাপমজেরেলা চীজ
  6. স্বাদ অনুযায়ী নুন ও গোল মরিচ গুঁড়ো
  7. স্বাদ অনুযায়ী মিক্সড হার্বস
  8. স্বাদ অনুযায়ীচিলি ফ্লেক্স
  9. 50 গ্রামবাটার
  10. 1/2 কাপগাজর কুচি

রান্নার নির্দেশ সমূহ

30মি
  1. 1

    সবার প্রথমেই নুন ও সামান্য তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নেব

  2. 2

    এবার প্যান গরম করে তাতে বাটার দিয়ে রসুন কুচি দেব ।

  3. 3

    হালকা ভাজা হলে তাতেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি দিয়ে হালকা ভেজে নেব ।

  4. 4

    এবার এতে সেদ্ধ করা পাস্তা দেব ।

  5. 5

    স্বাদ অনুযায়ী নুন ও গোল মরিচ গুড়ো দেব।

  6. 6

    এবার আরেকটি প্যানে বাটার গরম করে তাতে এক চামচ ময়দা ও দু চামচ দুধ দিয়ে ভালো করে নেড়ে একটা সস বানিয়ে নেব ।এবার এতে পাস্তা টা ঢেলে দেব ।

  7. 7

    ভালো করে মিশিয়ে চীজ,চিলি ফ্লেক্স ও মিক্সড হার্বস ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ।

  8. 8

    রেডি হয়ে গেল ইতালিয়ান চীজী পাস্তা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moonmoon Saha
Moonmoon Saha @cook_16455817

Top Search in

Similar Recipes