তন্দুরি চিকেন পিৎজা (Tandoori Chicken Pizza recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#KRC2
week2
আমি এই সপ্তাহের রেসিপি থেকে পিৎজা বেছে নিয়েছি ।

তন্দুরি চিকেন পিৎজা (Tandoori Chicken Pizza recipe in Bengali)

#KRC2
week2
আমি এই সপ্তাহের রেসিপি থেকে পিৎজা বেছে নিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জনের
  1. 150 গ্রামময়দা
  2. 1 চা চামচনুন
  3. 1 চা চামচ+1চা চামচচিনি
  4. 1 টেবিল চামচঅলিভ অয়েল+সামান্য
  5. 3/4 কাপহালকা গরম জল
  6. 5 গ্রামড্রাই ঈস্ট
  7. 1টেবিল চামচ পিৎজা সস
  8. 1 কাপবোনলেস চিকেনের টুকরো
  9. 1 চা চামচআদা রসুন বাটা
  10. 1/2 চা চামচতন্দুরি মশলা
  11. 1/4 চা চামচকাশ্মীরি লংকা গুঁড়ো
  12. স্বাদমত নুন
  13. 1/2 চা চামচকাসুরি মেথি
  14. 2 চা চামচজল ঝরানো টক দ‌ই
  15. 1 টাছোট স্লাইস করে কাটা পেঁয়াজ
  16. 1 টাছোট স্লাইস করে কাটা ক্যাপ্সিকাম
  17. 1/2 কাপগ্রেট করা পিৎজা চীজ
  18. 1 চা চামচঅরিগ্যানো
  19. 1 চা চামচমিক্সড হার্বস
  20. 1 চা চামচচিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    গরম জলে ঈস্ট মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে গরম জায়গায় রাখতে হবে । একটা মিক্সিং বোলে ময়দা, নুন, চিনি, তেল ভালো ভাবে মিশিয়ে নিতে হবে । গরম জল মেশানো ঈস্ট দিয়ে ময়দাটা ভালো ভাবে ডলে ডলে 10 মিনিট ধরে মেখে নিতে হবে । ডোতে অলিভ অয়েল মিশিয়ে এয়ার টাইট কৌটে ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিতে হবে প্রুফিং এর জন্য ।

  2. 2

    বোনলেস চিকেনের টুকরো, আদা রসুন বাটা, তন্দুরি মশলা, স্বাদমত নুন, কাসুরি মেথি, কাশ্মীরি লংকার গুঁড়ো আর টক দ‌ই ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়ে মাইক্রোওভেনে 10 মিনিট গ্রিল করে নিতে হবে । রেডি তন্দুরি চিকেন ।

  3. 3

    এবার ফুলে ওঠা ডোটাকে আর একবার মেখে বেশ মোটা মত করে বেলে নিয়ে গ্রীজ করা বেকিংট্রেতে চেপে চেপে সেট করে নিয়ে ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে । এবার এর উপর আগে পিৎজা সস দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে । এবার এর উপর দিয়ে তন্দুরি করে রাখা চিকেনের টুকরো, পেঁয়াজ, ক্যাপ্সিকাম আর গ্রেট করা চীজ দিয়ে সাজিয়ে দিতে হবে ।

  4. 4

    এবার উপর থেকে অরিগ্যানো, মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স ছড়িয়ে মাইক্রো ওভেন 200℃ তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে 20 মিনিট বেক করে নিতে হবে ।

  5. 5

    গরম গরম সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes