সর্ষে পোস্ত চিংড়ি (Shorse posto prawn recipe in bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

সর্ষে পোস্ত চিংড়ি (Shorse posto prawn recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 400গ্ৰাম ছোট চিংড়ি মাছ
  2. 1টেবিল চামচ সর্ষে বাটা
  3. 1.5টেবিল চামচ পোস্ত বাটা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 3 টিকাঁচা লঙ্কা
  6. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  10. স্বাদমতোলবণ
  11. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ টাকে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপরে ওই একই তেলে প্রথমে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা ।‌ কাঁচা লঙ্কা টা সামান্য নাড়াচাড়া করে নিয়ে একে একে দিয়ে দিতে হবে আদা বাটা, সরষে বাটা এবং পোস্ত বাটা । 1-2 মিনিট একটু ভেজে নিতে হবে। এরপরে লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবং পরিমাণমতো জল দিয়ে মশাটাকে ফুটতে দিতে হবে ।‌

  3. 3

    মশলাটা ফুটে এলে ভেজে রাখা চিংড়ি মাছ গুলোকে দিয়ে দিতে হবে এবং দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপরে নামানোর আগে দিয়ে দিতে হবে ধনেপাতা এবং নাড়াচাড়া করে নিয়ে গ্যাস টা অফ করে দিতে হবে।

  4. 4

    ব্যাস তাহলেই রেডি হয়ে গেল মজাদার সরষে পোস্ত চিংড়ি। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুন্দর রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

মন্তব্যগুলি

Keya Mandal
Keya Mandal @cook_25675397
আমার রেসিপি ভালো লাগলে কমেন্টস আর অনুসরণ দিও আমি দিয়েছি ।

Similar Recipes