এগলেস্ অরেজ্ঞ ক্রিম কেক(Eggless Orange Cream Cake Recipe In Bengali)

Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

এগলেস্ অরেজ্ঞ ক্রিম কেক(Eggless Orange Cream Cake Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ -৪৫ মিনিট
  1. কেকের জন্য:
  2. ১ ১/২ কাপ ময়দা
  3. ১/২ কাপ কমলালেবুর রস
  4. ১/২ চা চামচ কমলা লেবুর খোসা কুরানো
  5. ১/২ কাপ কনডেন্স মিল্ক
  6. ১/৪ কাপ তরল দুধ
  7. ১/২ কাপ সাদা তেল/গলানো মাখন
  8. ১/২ কাপ গুঁড়ো চিনি
  9. ১ চা চামচ বেকিং পাওডার
  10. ১/২ চা চামচ বেকিং সোডা
  11. কেকের ক্রিমের জন্য:
  12. ১ কাপ হুইপ্ড ক্রিম
  13. ১ চা চামচ ওরেজ্ঞ এসেন্স
  14. ৩-৪ ফোঁটা হলুদ ফুভ কালার
  15. প্রয়োজন মতো ইচ্ছা মতো সাজানোর জন্য ফুড কালার(ঐচ্ছিক)
  16. কেক ভেজানোর জন্য:
  17. ২ টেবিল চামচ চিনি
  18. ১/২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৪০ -৪৫ মিনিট
  1. 1

    একটা পাত্রে ময়দা,বেকিং পাওডার,বেকিং সোডা আর নুন একসাথে মিশিয়ে চেলে নিতে হবে।

  2. 2

    ওন্য একটি পাত্রে কম আ লেবুর রস, কনডেন্স মিল্ক,গুঁড়ো চিনি,গলানো মাখন/ তেল,তরল দুধ এবং কোরানো কমলা লেবুর খোসা সব একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর এই তরল মিশ্রণের সাথে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর একটা কেক মোল্ডে তৈরী করে রাখা ব্যাটার টা ঢেলে ১৮০ ডিগ্রীতে ৪০-৪৫ মিনিট বেক করলেই কেক তৈরী।

  5. 5

    কেক তৈরী হওয়ার পর সম্পূর্ণ ঠাণ্ডা করে নিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে।

  6. 6

    কেক ভেজানোর জন্য জল চিনি ভাল করে মিশিয়ে গোটা কেকের ওপর সমান করে ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    এরপর ক্রিম করার জন্য হুইপড ক্রিম ভাল ভাবে ফেটাটে হবে যতক্ষণনা সফট্ পিক্ আসে তারপর ক্রিমের কিছুটা আলাদা রেখে বাকি ক্রিমের মধ্যে ওরেজ্ঞ এসেন্স এবং ফুড কালার মিশিয়ে নিলেই ক্রিম তৈরী।

  8. 8

    এরপর কেকের হাফ অংশটার ওপর ক্রিম সমানভাবে ছড়িয়ে আর একটি অংশ বসিয়ে গোটা কেক টাকে ক্রিম দিয়ে ঢেকে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে।

  9. 9

    এরপর বাকি থাকা সাদা ক্রিমের সাথে ইচ্ছামতো ফুড কালার মিশিয়ে কেক সাজিয়ে নিলেই তৈরী এগলেস অরেজ্ঞ ক্রিম কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anupama Paul
Anupama Paul @cook_021992
serampore

Similar Recipes