নিরামিষ ধোঁকার ডালনা (niramish dhokar dalna recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#ফেব্রুয়ারি৩
#ধোঁকারডালনা
সাবেকি বাঙালি নিরামিষ রান্নাগুলির মধ্যে যে পদটির নাম সবার আগে মনে পড়ে , তা হলো ধোকার ডালনা। তৈরী করতে সময় লাগলেও স্বাদে এই পদের জুড়ি মেলা ভার । আর সেই কথা মাথায় রেখে আজ তৈরী করেছি নিরামিষ ধোকার ডালনা ।

নিরামিষ ধোঁকার ডালনা (niramish dhokar dalna recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
#ধোঁকারডালনা
সাবেকি বাঙালি নিরামিষ রান্নাগুলির মধ্যে যে পদটির নাম সবার আগে মনে পড়ে , তা হলো ধোকার ডালনা। তৈরী করতে সময় লাগলেও স্বাদে এই পদের জুড়ি মেলা ভার । আর সেই কথা মাথায় রেখে আজ তৈরী করেছি নিরামিষ ধোকার ডালনা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম ছোলার ডাল (আগের দিন জলে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নেওয়া)
  2. ১ চা চামচ জোয়ান
  3. ১ চা চামচ হিং
  4. ৩ টেবিল চামচ আদা বাটা
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়ো
  9. ২ টো শুকনো লাল লঙ্কা
  10. ২ টো তেজপাতা
  11. ২-৩ টে ছোট এলাচ
  12. ২ টো দারচিনির টুকরো
  13. ১/২ চা চামচ চিনি
  14. পরিমাণ মত সাদা তেল(ভাজার ও রান্নার জন্য)
  15. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াইতে ২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে আগের দিন জলে ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নেওয়া ২০০ গ্রাম ছোলার ডাল দিতে হবে । এবার ঐ মিশ্রণে ১ চা চামচ জোয়ান, ১ চা চামচ হিং, ১/২ চা চামচ চিনি,১ টেবিল চামচ আদা বাটা ও স্বাদ মতো নুন দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে ।

  2. 2

    ছোলার ডালের মিশ্রণটি কড়াই এর গা ছেড়ে দিলে আগে থেকে সামান্য তেল মাখানো একটি স্টীলের থালাতে ঢেলে ভালো করে চেপে-চেপে সামান করে নিতে হবে । ৫ মিনিট পর ছুরি দিয়ে বরফির আকারে টুকরো কেটে নিতে হবে ।

  3. 3

    বরফির আকারে কেটে নেওয়া টুকরোগুলি এবার গরম ছাকা তেলে ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    অপর একটি কড়াইতে ২ চা চামচ সাদা তেল গরম করে তাতে ২ টি শুকনো লাল লংকা, ২ টি তেজপাতা, ২-৩ ছোট এলাচ, ২ টি দালচিনির টুকরো ফোড়ন দিতে হবে ।ফোড়নের গন্ধ বের হলে তাতে ২ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লংকা গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে ভাল করে কষতে হবে । কষতে -কষতে তেল বেরিয়ে এলে ১ কাপ জল দিয়ে একটু ফোটাতে হবে ।

  5. 5

    এবার তাতে আগে থেকে বরফির আকারে ভেজে রাখা ছোলার ডালের ধোকাগুলো দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে পরিবেশন করতে হবে নিরামিষ ধোকার ডালনা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

মন্তব্যগুলি (8)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
বাহ! বেশ ভালো হয়েছে রেসিপিটা তোমার👍
ছিমছাম পরিবেশন👌👌
💐

Similar Recipes