ফুলকপি সয়াবিনের কালিয়া(fulkopi soybean Kalia recipe in Bengali)

jhumur biswas
jhumur biswas @cook_20389853

ফুলকপি সয়াবিনের কালিয়া(fulkopi soybean Kalia recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৪জন
  1. ১টা ফুলকপি
  2. ১বাটি সোয়াবিন
  3. ১টা আলু
  4. ১/২বাটি কড়াই শুঁটি
  5. ১টা পিঁয়াজ কুচি
  6. ১ চা চামচ রসুন কুচি
  7. ১চা চামচ আদা কুচি
  8. ১/২ বাটি টমেটো বাটা
  9. ২চা চামচটক দই
  10. ৫-৬ টা কাঁচা লঙ্কা
  11. ১চা চামচ গোটা জিরে
  12. ২টো শুকনো লঙ্কা
  13. ১টা তেজপাতা
  14. পরিমাণ মতোভাজা মশলা গুঁড়ো (জিরে, ধনে,তেজপাতা, আদা,শুকনো লঙ্কা 'জোয়ান, মৌরি,পোস্ত)
  15. ১ চা চামচ গোটা গরম মসলা
  16. স্বাদ মতো নুন
  17. ১/২ চা চামচ হলুদ
  18. স্বাদমতোচিনি
  19. ১চা চামচ ঘি
  20. পরিমাণ মতো সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    এখানে আমি একটি স্টেপের ছবি যোগ করলাম ।প্রথমে ফুলকপির নুন দিয়ে হালকা ভাবিয়ে নিতে হবে ।আবার সোয়াবিন সিদ্ধ করে নিতে হবে ।এবার কড়াতে সরষের তেল ও ১চামচ ঘি দিয়ে তাতে গোটা জিরে,শুকনো লঙ্কা,তেজপাতা গোটা গরম মসলা ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি,চেরাকাঁচালঙ্কা, নুন, হলুদ,চিনি,ভাজা মসলা,টমেটো বাটা ও আলু দিয়ে ভালো করে কষাতে হবে ।

  2. 2

    এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার মসলা কষানো হয়ে গেলে ওর মধ্যে ফুলকপি ও সোয়াবিন দিয়ে আবারো ভালোভাবে নারাচারা করে ঢাকা দিয়ে দিতে হবে ।

  3. 3

    এখানে আমি আরেকটি স্টেপের ছবি যোগ করলাম ।এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে ২ চামচ টক দই দিয়ে আবার একটু নেরে অল্প জল দিয়ে ঢাকা দিতে হবে ।জল মোজে গেলেই ওপর থেকে ঘি ছড়িয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।গরম গরম পরোটা বা লুচির সঙ্গে জমে উঠবে 'ফুলকপি সোয়াবিনের কালিয়া '।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
jhumur biswas
jhumur biswas @cook_20389853

মন্তব্যগুলি

Similar Recipes