সাবু মাখা (sabu makha recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#শিবরাত্রির
যেকোনো উপোস এর শেষে এটা খাওয়া যায়। বিশেষ করে শিবরাত্রি ও নীল ষষ্ঠী পূজোর পরে আমরা সব রকম ফল সহযোগে খেয়ে থাকি। সাবুর নিজস্ব কোন স্বাদ নেই তাই অন্যান্য উপাচার যত বেশি করে দেওয়া যাবে ততই এর স্বাদ বেড়ে যাবে।

সাবু মাখা (sabu makha recipe in Bengali)

#শিবরাত্রির
যেকোনো উপোস এর শেষে এটা খাওয়া যায়। বিশেষ করে শিবরাত্রি ও নীল ষষ্ঠী পূজোর পরে আমরা সব রকম ফল সহযোগে খেয়ে থাকি। সাবুর নিজস্ব কোন স্বাদ নেই তাই অন্যান্য উপাচার যত বেশি করে দেওয়া যাবে ততই এর স্বাদ বেড়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 100 গ্রামসাবু
  2. 2টোদুটো কাঁঠালি কলা
  3. 1/2 কাপদুধ
  4. 1 টাআপেল
  5. 50 গ্রামকালো আঙুর
  6. প্রয়োজন অনুযায়ী বাতাসা
  7. পরিমাণ মতোসাজাবার জন্য কিছু চেরি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সাবু ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিলাম

  2. 2

    আপেল ও কলা টুকরো করে কেটে নিলাম আঙ্গুর ভালো করে ধুয়ে নিলাম সমস্ত ফলগুলোকে একটি বাটিতে রাখলাম।

  3. 3

    চেরী বাদে সমস্ত উপকরণ একটি বাটিতে নিলাম তারপর ভালো করে চটকে মেখে নিয়েছি।

  4. 4

    এরপর চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes