ডাঁটি পালং চচ্চড়ি (danti palong chorchori recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#GA4
#week2
আমার শাশুড়ি মায়ের প্রিয় এই ডাঁটী পালং চচ্চড়ি। বাড়িতে পালং শাক লাগালে অনেকদিন হলে ডাঁটি বেরিয়ে যায়। এই ডাঁটি সহ পালং শাক করলে খেতে খুব ভালো লাগে।

ডাঁটি পালং চচ্চড়ি (danti palong chorchori recipe in bengali)

#GA4
#week2
আমার শাশুড়ি মায়ের প্রিয় এই ডাঁটী পালং চচ্চড়ি। বাড়িতে পালং শাক লাগালে অনেকদিন হলে ডাঁটি বেরিয়ে যায়। এই ডাঁটি সহ পালং শাক করলে খেতে খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 300 গ্রামডাঁটি সহ পালং শাক
  2. 12 -15 টি ডালের বড়ি
  3. 1 টি ছোট বেগুন
  4. 7 টিশিম
  5. 1 টি মাঝারি আলু
  6. প্রয়োজন মতো ধনেপাতা কুচি
  7. 4 -5 টি কাঁচা লঙ্কা চেরা
  8. 1 চা চামচকালোজিরে
  9. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1/2 চা চামচচিনি
  11. 3টেবিল চামচ সর্ষের তেল
  12. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে আলু, শিম, বেগুন টুকরো করে কেটে নিতে হবে। পালং শাক একটু বড়ো করে কেটে নিতে হবে। পালং শাকের ডাঁটি থেকে আঁশ ফেলে টুকরো করে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে ডালের বড়ি ভেজে তুলে রেখে দিতে হবে।

  3. 3

    কড়াইতে আবার অল্প তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, কালোজিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু, বেগুন, সিম নুন ও হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে।

  4. 4

    এবার পালং শাক দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। কাঁচা লংকা চেরা দিয়ে দিতে হবে।

  5. 5

    পালং শাক থেকে জল বেরিয়ে শাক মজে গেলে তাতে চিনি ও ডালের বড়ি দিয়ে নেড়ে নিতে হবে।

  6. 6

    ডাঁটি গুলো সেদ্ধ হলে একটু গা মাখা হলে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    তৈরি ডাঁটি সহ পালং শাক চচ্চড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes