সাবুর পোলাও(sabur pulao recipe in Bengali)

Madhumita Biswas Chakraborty
Madhumita Biswas Chakraborty @cook_17539313
বীরনগর

#শিবরাত্রির

সাবুর পোলাও(sabur pulao recipe in Bengali)

#শিবরাত্রির

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
2 জনের জন্য
  1. 1 কাপবড়দানার সাবু
  2. 1টা ছোটগাজর
  3. 1 টা ছোটআলু
  4. 1/2ক্যাপ্সিকাম
  5. 2টেবিল চামচ মটর শুঁটি
  6. 2টেবিল চামচ চিনে বাদাম ভাজা
  7. 1টেবিল চামচ কিসমিস
  8. 1টেবিল চামচ কাজু কুচি
  9. 4 টেকাঁচালঙ্কা কুচি
  10. 1/2 চা চামচহলুদ
  11. 1/2 চা চামচগরম মশলার গুঁড়ো
  12. 1/4 চা চামচগোলমরিচের গুঁড়ো
  13. 1টেবিল চামচ সাদা তেল
  14. 1 চা চামচঘি
  15. 1 চা চামচচিনি
  16. স্বাদ অনুযায়ী লবণ

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    সাবু খু ভালো করে ধুয়ে নিন।1/4 কাপ জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন।গাজর,আলু,ক্যাপ্সিকাম, কাঁচালঙ্কা কুচিয়ে নিন।প্যানে তেল ও ঘি গরম করে গাজর ও আলু কুচি দিয়ে ভাজুন।

  2. 2

    একটু ভাজা হলে ক্যাপ্সিকাম কুচি,মটর শুটি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে দিন।লবণ দিয়ে ভাজুন।সবজি নরম হয়ে গেলে ভিজিয়ে রাখা সাবু দিয়ে দিন।

  3. 3

    বাদাম গুলো আধ ভাঙা করে নিন।সবজির সাথে সাবু ভালো করে মিশিয়ে নিন।বাদাম,কাজু বাদাম,কিসমিস লবণ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিন।

  4. 4

    গোলমরিচের গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Biswas Chakraborty
বীরনগর
আমি রান্না করতে খুবই ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes