মশলা দিয়ে বেগুন ভাজা (Masala Brinjal Fry recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#স্মলবাইটস

মশলা দিয়ে বেগুন ভাজা (Masala Brinjal Fry recipe in Bengali)

#স্মলবাইটস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টাবেগুন
  2. ১চা চামচআদা-কাঁচা লঙ্কা বাটা
  3. ১চা চামচবেসন
  4. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  5. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১ চা চামচ আমচুর পাউডার
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  9. স্বাদ মতোনুন
  10. প্রয়োজন মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বেগুন নিয়ে গোল গোল করে কেটে নিতে হবে।

  2. 2

    এক টুকরো আদা নিয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।

  3. 3

    একটা বাটিতে বেসন আর সমস্ত গুঁড়ো মশলা নিয়ে তাতে আদা, লঙ্কা বাটা টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    বেগুন গুলোর দুপিঠে ভালো ভাবে মশলা মাখিয়ে নিয়ে ১০মিনিট মতো রাখতে হবে।

  5. 5

    এবার একটা তাওয়া তে সামান্য তেল গরম করে তাতে মশলা মাখানো বেগুন গুলো দিয়ে এপিঠ ওপিঠ দুপিঠ ই ভালো ভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তাহলেই তৈরি মশালা বেগুন ভাজা।

  6. 6

    গরম গরম লুচির সাথে পরিবেশন করতে হবে এই বেগুন ভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes