দই বড়া (Doi bora recipe in Bengali)

Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

#GA4
#week25
গোল্ডেন আ্যপরণ এর 25তম সপ্তাহে আমি দই‌ বড়া বেছে নিয়েছি।

দই বড়া (Doi bora recipe in Bengali)

#GA4
#week25
গোল্ডেন আ্যপরণ এর 25তম সপ্তাহে আমি দই‌ বড়া বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

‌30 মিনিট
4জন
  1. 3 কাপউরদ‌ ডাল‌
  2. স্বাদমতোলবণ
  3. 500 গ্রামটক দই
  4. 4টেবিল‌ চামচটমেটো সস
  5. পরিমাণ মতোধনেপাতা ও পুদিনাপাতার চাটনি
  6. স্বাদমতোচিনি
  7. 2 চা চামচঝুরি ভাজা
  8. 2 টেবিল চামচভাজা গুঁড়া মশলা

রান্নার নির্দেশ সমূহ

‌30 মিনিট
  1. 1

    প্রথমে জলে ডাল‌ ভিজিয়ে রাখতে হবে 2/3 ঘন্টা। তারপর মিহি পেস্ট করে নিতে হবে। পেস্টটি ‌ভালো করে ‌ফেটিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়া ভেজে নিতে হবে।

  2. 2

    অন্যদিকে একটি পাত্রে গরম জল‌ নিতে হবে। ভাজা বড়া গুলো গরম জলে 2 মিনিট গুড়িয়ে রাখতে হবে।আর‌একটা পাত্রে দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারমধ্যে বীট লবণ আর ভাজা গুঁড়া মশলা দিয়ে দিতে হবে।বড়া গুলো গরম জল থেকে তুলে নিতে হবে।

  3. 3

    এবার একটি পাত্রে বড়া গুলো রেখে উপর‌ থেকে দই ছড়িয়ে দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর একটা প্লেটে দই বড়া সাজিয়ে উপর থেকে ভাজা গুঁড়া মশলা, বীট লবণ, ধনেপাতার চাটনি, টমেটো সস, ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে দই বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

Similar Recipes