চটপটা বেগুন ভাজা(Chatpata brinjal fry recipe in bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

#স্মলবাইটস বেগুন ভাজা আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু সেটাই যদি আমরা একটু অন্যরকম ভাবে খাই তাহলে সেটাতে খাওয়ারের একটু পরিবর্তন ও আসে আর পরিবারের সদস্যদের খেতেও ভালো লাগে।

চটপটা বেগুন ভাজা(Chatpata brinjal fry recipe in bengali)

#স্মলবাইটস বেগুন ভাজা আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু সেটাই যদি আমরা একটু অন্যরকম ভাবে খাই তাহলে সেটাতে খাওয়ারের একটু পরিবর্তন ও আসে আর পরিবারের সদস্যদের খেতেও ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ২ টো মাঝারি মাপের বেগুন গোল গোল করে কাটা
  2. ৪ টে ডিম একটি পাত্রের মধ্যে ভালো করে ফেটানো
  3. ২ চা চামচ ময়দা
  4. ১/২ চা চামচ ১/২ চামচ বেসন
  5. ১/২ চা চামচ চিলি ফ্লেকস্
  6. ১/২ চা চামচ চাট মশলা
  7. ১ টা গোটা লেবুর রস
  8. ১/২ চা চামচ বেকিং সোডা
  9. পরিমাণ মতনুন
  10. পরিমাণ মতসাদা তেল ভাজবার জন্য
  11. ১/২ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  12. ২ চা চামচ সাদা তিল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে বেগুন কে গোল গোল করে কেটে অল্প নুন ও লেবুর রস দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রের মধ্যে ডিম গুলো ফাটিয়ে নিতে হবে ও তার মধ্যে চাট মশলা, ময়দা, চিলি ফ্লেকস্, বেসন, নুন, বেকিং সোডা, লাল লঙ্কা গুরো ও পরিমাণ মত জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার গ্যাসের ওপর প্যান বসাতে হবে ও পরিমাণ মত তেল ভাজবার জন্য দিতে হবে, তেল গরম হলে বেগুনের চাক গুলি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে ও ওপর দিয়ে সাদা তিল ছিটিয়ে দিতে হবে ও তার পর উল্ট দিকটা ভেজে নামিয়ে সসের সাথে পরিবেশন করতে হবে বা গরম গরম ভাতের সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

মন্তব্যগুলি (7)

Similar Recipes