কেশরি দুধ পনির (kesari doodh paneer recipe in Bengali)

Debi Deb
Debi Deb @cook_25552467

#দোলের রেসিপি

কেশরি দুধ পনির (kesari doodh paneer recipe in Bengali)

#দোলের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
7-8জন
  1. 300গ্ৰামপনির
  2. 2 কাপদুধ
  3. 2 চা চামচপোস্ত
  4. 4-5 টাকাজু
  5. 1.5 চা চামচ কসুরি মেথি
  6. 1 ইঞ্চিআদা
  7. 5-6 টাকাঁচা লঙ্কা
  8. 1 টাটমেটো
  9. 2 চা চামচদই
  10. পরিমাণ মততেল
  11. স্বাদ মতনুন
  12. 1চা চামচ চিনি
  13. 1/2 চা চামচঘি
  14. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  15. 2 টোতেজপাতা
  16. 2 টোগোটা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    প্রথমে পনীর গুলো কে তিন কোনো শেপে কেটে নিতে হবে।এরপর এতে1/2 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ মাখিয়ে নিতে হবে। একটা প্যানে তেল গরম করে পনীর গুলো কে হালকা বাদামি করে ভেজে নিতে হবে।

  2. 2

    এর পর ঐ প্যানে 1টেবিল চামচ তেল গরম করে ঐতেলে শুক্না লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও সামান্য হিং ফোরণ দিতে হবে।এবার এর মধ্যে ইঞ্চিআদা,1/2চামচ হলুদ গুঁড়া,3-4টা কাঁচা লঙ্কা,টমেটো, দই এক সাথে মিক্সি তে পেষ্ট করে ঐ পেষ্ট দিতে হবে।পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে কম আঁচে মশলা টাকে ভাজতে হবে।

  3. 3

    মশলা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে কাজু ও পোস্ত বাটা দিতে হবে। একটু নাড়াচাড়া করে এরমধ্যে দুধটা দিতে হবে। এরপর এতে ভেজে রাখা পনির ও কেশরী মেথি দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে।

  4. 4

    ঝোল টা একটু গাঢ় হলে এরমধ্যে হা চা চামচ ঘি দিতে হবে ও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করতে হবে। অপূর্ব লাগে গরম ভাত,ফ্রাইড রাইস বা রুটির সিথে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debi Deb
Debi Deb @cook_25552467

মন্তব্যগুলি

Similar Recipes