দুধ পনির গ্রেভি (doodh paneer gravy recipe in bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

দুধ পনির গ্রেভি (doodh paneer gravy recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6 জন
  1. 300গ্ৰাম পনির
  2. 1 টিবড় টমেটো বাটা
  3. 1টেবিল চামচ আদা বাটা
  4. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  5. 1 চা চামচজিরে গুঁড়ো
  6. 1/2 চা চামচধনে গুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1/2 চা চামচগরম মশলা
  9. 1টেবিল চামচ ঘি
  10. 1টেবিল চামচ পোস্ত
  11. 1টেবিল চামচ চা্রমগজ
  12. 10-12 টিকাজুবাদাম বাটা
  13. 2 কাপদুধ
  14. ফোঁড়নের জন্য
  15. 1 টিতেজপাতা
  16. 1 টিশুকনো লঙ্কা
  17. প্রয়োজন অনুযায়ী গোটা গরম মশলা
  18. পরিমাণ মতো তেল
  19. স্বাদমত লবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে আমাদের পনির গুলোকে চার চৌকো করে কেটে হালকা করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে হালকা নেড়ে নিতে হবে।এরপরে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা এবং কাঁচা লঙ্কা কুচি এবার সামান্য একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আদা বাটা জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মসলা গুলোকে কষাতে হবে 2-3 মিনিট।

  3. 3

    এরপরে কষে নেওয়া মসলার মধ্যে পোস্ত, চারমগজ এবং কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে।মসলা কষানো হয়ে গেলে তার মধ্যে দুই কাপ দুধ দিয়ে দিতে হবে এবং ভাল করে মিশিয়ে তারমধ্যে পরিমাণমতো লবণ ও চিনি দিয়ে দিতে হবে।এরপর তার মধ্যে পনির গুলোকে দিয়ে দিতে হবে এবং তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    গ্রেভি টা ফুটে গেলে তার মধ্যে উপর থেকে গরম মসলা এবং 1 টেবিল-চামচ ঘি দিয়ে দিতে হবে এবং হালকা হাতে নেড়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    ব্যাস তাহলেই রেডি হয়ে গেল মজাদার দুধ পনির গ্রেভি।কি লুচি পরোটা অথবা যে কোন পছন্দের জিনিস এর সাথে পরিবেশন করতে পারেন এই সুন্দর রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

Similar Recipes