নারকেলি দুধ পনির(narkeli doodh paneer recipe in Bengali)

চ ন্দ্রি মা
চ ন্দ্রি মা @cook_26357280

#দুধ
#Raiganjfoodies

আমাদের অনেকেরই নিরামিষের দিন পনির না হলে চলে না। আর একঘেয়ে পনিরের তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেলে চটজলদি বানিয়ে ফেলা যেতেই পারে নারিকেলি দুধ পনির।

নারকেলি দুধ পনির(narkeli doodh paneer recipe in Bengali)

#দুধ
#Raiganjfoodies

আমাদের অনেকেরই নিরামিষের দিন পনির না হলে চলে না। আর একঘেয়ে পনিরের তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেলে চটজলদি বানিয়ে ফেলা যেতেই পারে নারিকেলি দুধ পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 200 গ্রামপনির‌
  2. 2 কাপদুধ
  3. 1/2 কাপনারিকেল কোরা
  4. 1 চা চামচজিরে গুঁড়ো
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  7. 2 চা চামচআদা-কাঁচা লঙ্কা বাটা
  8. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  10. 2 টোতেজপাতা
  11. 2 টোশুকনো লঙ্কা
  12. 2 টেবিল চামচঘি
  13. পরিমান মতোগোটা গরম মশলা (দারচিনি,লবঙ্গ, এলাচ গোলমরিচ)
  14. 15 গ্রামকাজু
  15. 50 গ্রামচারমগজ
  16. 2 টেবিল চামচপোস্ত
  17. 5 টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে দুধ টা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।

  2. 2

    আদা ও কাঁচা লঙ্কা বেটে নিতে হবে একসঙ্গে। এছাড়া কাজু,চারমগজ,নারিকেল আর পোস্তও অল্প জল দিয়ে একসাথে মিহি করে বেটে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে একটু সাদা তেল গরম করে তারমধ্যে পনির টুকরো টুকরো করে দিয়ে একটু নুন সহযোগে হালকা আঁচে বাদামি করে ভেজে নিয়ে ফুটিয়ে রাখা দুধে ঢেলে দিতে হবে।

  4. 4

    পনিরগুলো যতক্ষণ দুধে ভিজবে ততক্ষনে কড়াইতে আবার কিছুটা সাদা তেল ও ঘি মিশিয়ে গরম করে তাতে গোটা গরম মশলা,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিতে হবে।

  5. 5

    ফোড়নটা ভাজা হলে তার মধ্যে বেটে রাখা আদা ও কাঁচালঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নুন,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো (এতে হলুদের ব্যবহার হয় না) আর অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।

  6. 6

    এরপর বেটে রাখা কাজু,চারমগজ, নারিকেল ও পোস্তর মিশ্রণটা ঢেলে দিতে হবে। সবকিছু আবারো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে।

  7. 7

    মশলা ভালোভাবে কষে গেলে তারমধ্যে দুধে ভেজানো পনির গুলো দুধসহ ঢেলে দিতে হবে, প্রয়োজনে সামান্য জলও দেওয়া যায়। এরপর দিতে হবে একটু চিনি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে সবকিছু একসাথে ফুটিয়ে পছন্দমতো ঘন হয়ে এলে একটু নারকেল কোরা, ঘি আর গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি নারিকেলি দুধ পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
চ ন্দ্রি মা

Similar Recipes