দই কাবাব (Doi kebab recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জনের জন্য
  1. ২০০ গ্রাম দই
  2. ৫০গ্রাম পনির
  3. ১ টি কিউব চিজ
  4. পরিমান মতোঅল্প ধনেপাতা
  5. ১/২ টুকরো পেঁয়াজ
  6. ১/২ চা চামচ করে চিলি ফ্লেকস, আদা পাউডার,রসুন পাউডার,মিক্স হার্ব
  7. স্বাদমতোএকদম সামান্য নুন ও চিনি
  8. পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো
  9. পরিমান মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    দই এর জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    পেয়াজ ও ধনেপাতা কুচিয়ে রাখতে হবে। পনীর ও চিজ গ্রেট করে রাখতে হবে।

  3. 3

    দইটা একটি পাত্রে খুব ভালো করে ফেটাতে হবে।এরমধ্যে পেয়াজ ও ধনেপাতা কুচি, গ্রেট করা পনীর ও চিজ দিয়ে ভালো করে মেশাতে হবে।

  4. 4

    এবার এতে নুন, চিনি, চিলি ফ্লেকস, আদা ও রসুনের পাউডার, মিক্স হার্ব দিয়ে আবার ভালো করে মেশাতে হবে।

  5. 5

    একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে রাখতে হবে। এরমধ্যে অল্প করে দইয়ের মিশনটা দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে বল আকৃতিতে তৈরি করে রাখতে হবে। তারপর কাবাবগুলো ফ্রিজে মিনিট দশ রাখতে হবে।

  6. 6

    কড়াইতে তেল গরম করে এতে কাবাব গুলো ঢীমে আঁচে ভাজতে হবে। ধনে-পুদিনার চাটনি, টমেটো সস ও পেয়াজকুচি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Mandal Banerjee

Similar Recipes