রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
2জন
  1. 12টাফুচকা মত
  2. 1টি ছোট সাইজের আলু
  3. 1/2পেঁয়াজ মিহি করে কাটা
  4. 1/2টমেটো মিহি করে কাটা
  5. স্বাদ অনুযায়ীকাঁচালঙ্কা ছোট করে কেটে নিতে হবে
  6. 1/2 চা চামচআমচুর মসলা
  7. 1 টেবিল চামচলেবুর রস
  8. স্বাদ অনুযায়ীবীট নুন
  9. 2 চা চামচধনেপাতা কুচি
  10. প্রয়োজন মততেঁতুল
  11. 1 চা চামচকরে পাঁচফোড়ন আর মৌরি মিশিয়ে
  12. 3 টেশুকনো লঙ্কা
  13. 1 টি তেজ পাতা
  14. পরিমাণ মতচিনি
  15. 1/4 চা চামচ সাদা নুন
  16. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  17. 1/2 চা চামচধনে জিরা শুকনো তাওয়ায় ভেজে গুঁড়া করে নিতে হবে
  18. 2টেবিল চামচ দই ভালো করে ফাটানো
  19. পরিমাণ মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    একটি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    জল ভালো করে ঝরিয়ে সেদ্ধ আলুর মধ্যে বিটনুন, আমচুর পাউডার, পেঁয়াজ টমেটো ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, ভাজা ঘনে জিরে দিয়ে ভাল করে মেখে নিতে হবে

  3. 3

    তেঁতুল 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে যেন নরম হয়ে যায়। নরম হয়ে গেলে তেতুল ভালো করে হাত দিয়ে মাখিয়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে

  4. 4

    কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে পাচফোরন একটি গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা দিতে হবে এইবার হলুদ ও লবণ দিয়ে নাড়িয়ে তেতুল মাখা জল ঢেলে দিতে হবে। জল ফুটে উঠলে পরিমাণমতো চিনি দিতে হবে। (আমি একটু মিষ্টি চাটনি করেছি তাই চিনির পরিমাণ বেশি দিয়েছি) ।

  5. 5

    একটি তাওয়া গরম করে তার মধ্যে পাঁচফোড়ন, মৌরি ও দুটি গোটা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে একটি গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে।

  6. 6

    এইবার চাটনির মধ্যে গুঁড়ো মসলা মিশিয়ে নিতে হবে। এবার গ্যাস থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে

  7. 7

    কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে ফুচকা পাপড় গুলো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে রেডিমেড ফুচকা বা ঘরে তৈরি ফুচকা দিয়েও করতে পারেন।

  8. 8

    পাপড় গুলো একটু ঠান্ডা হলে ফুচকার মত মাথায় ফুটো করে ভেতরে আলুর পুর ভরে উপর দিয়ে এক চামচ দই ও হাফ চামচ তেঁতুলের চাটনি দিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি, সেউ ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

  9. 9
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes