দুধ শুক্ত (Doodh shukto recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#মা২০২১

আমার জীবনের শুরু তোমাকে দিয়ে" মা", আমার প্রথম শেখা শব্দ হলো মা। স্বর্গ আমি দেখিনি, কিন্ত স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। "বিশ্ব মা দিবস "(Happy Mothers Day) খুব ভালো বাসি তোমায়, কিন্ত সেটা কোনদিন ও মুখ ফুটে বলতে পারি নি।তোমায় প্রনাম জানাই, আর বাকি সকল "মা"দের ও আমার শ্রদ্ধা,ভালোবাসা আর প্রনাম জানাই। 🙏🙏🙏।আমার মায়ের হাতের রান্না আমার কাছে ভীষণ প্রিয়, কিন্ত সেই সৌভাগ্য সব সময় হয়ে ওঠেনা যে মায়ের রান্না খাবো। মায়ের কাছে শেখা এই রেসিপি" মা "কে উৎসর্গ করলাম ,অনেক কিছু রান্না শিখবার অবকাশ পায়নি, কিন্ত এই রেসিপি মা ভীষন ভালো খায়।এটা একটি বাঙ্গালীর জনপ্রিয় রেসিপি "দুধ শুক্ত "।

দুধ শুক্ত (Doodh shukto recipe In Bengali)

#মা২০২১

আমার জীবনের শুরু তোমাকে দিয়ে" মা", আমার প্রথম শেখা শব্দ হলো মা। স্বর্গ আমি দেখিনি, কিন্ত স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। "বিশ্ব মা দিবস "(Happy Mothers Day) খুব ভালো বাসি তোমায়, কিন্ত সেটা কোনদিন ও মুখ ফুটে বলতে পারি নি।তোমায় প্রনাম জানাই, আর বাকি সকল "মা"দের ও আমার শ্রদ্ধা,ভালোবাসা আর প্রনাম জানাই। 🙏🙏🙏।আমার মায়ের হাতের রান্না আমার কাছে ভীষণ প্রিয়, কিন্ত সেই সৌভাগ্য সব সময় হয়ে ওঠেনা যে মায়ের রান্না খাবো। মায়ের কাছে শেখা এই রেসিপি" মা "কে উৎসর্গ করলাম ,অনেক কিছু রান্না শিখবার অবকাশ পায়নি, কিন্ত এই রেসিপি মা ভীষন ভালো খায়।এটা একটি বাঙ্গালীর জনপ্রিয় রেসিপি "দুধ শুক্ত "।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ টি মাঝারি বেগুন লম্বা করে কাটা
  2. ১ কাপ পেঁপে(লম্বা করে কাটা)
  3. ১ কাপ আলু (লম্বা করে কাটা)
  4. ২-৩ টি সজনে ডাটা
  5. ১ কাপ উচ্ছে (লম্বা করে কাটা)
  6. ১ কাপ কাঁচা কলা (লম্বা করে কাটা)
  7. ১৪-১৫ টি ডালের বড়ি
  8. ১ কাপ রাঙ্গা আলু(লম্বা করে কাটা
  9. ১ টেবিল চামচ পোস্ত
  10. ১/২ টেবিল চামচ কালো সর্ষে
  11. ১ টেবিল চামচ সাদা সর্ষে
  12. ১ ইঞ্চি আদা টুকরো
  13. ১/২ চা চামচ রাঁধুনি
  14. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  15. ২ টি তেজপাতা
  16. ১ টি শুকনো লঙ্কা
  17. স্বাদ মত লবণ
  18. ১ টেবিল চামচ চিনি
  19. ২ চা চামচ ঘি
  20. ১ কাপ দুধ
  21. ১ চা চামচ ময়দা
  22. প্রয়োজন মতো সাদা তেল
  23. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি ভাল করে ধুয়ে লম্বা করে কেটে নিতে হবে। একটা মিক্সিং জারে সাদা সরষে, কালো সরষে, পোস্ত, আদা এক সাথে দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। একটা ছোট বাটিতে হালকা উষ্ণ দুধের মধ্যে ময়দা গুলে রাখতে হবে।

  2. 2

    এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে ওর মধ্যে ৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো ভাবে গরম হলে আগে ডালেরবড়ি ভেজে তুলে নিতে হবে, এবার উচ্ছে ভেজে তুলে নিতে হবে। এরপর বেগুন, সজনে ডাটা, পেঁপে,রাঙা আলু, আলু, সব সবজি একে একে ভেজে তুলে নিতে হবে। ঐ কড়াইএ আরো ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, ১ টি শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা বেরলে ওর মধ্যে সরষে পোস্তর পেস্ট টা দিয়ে ভালো করে নাড়তে হবে কিছু খন। মিক্সিং জারে সামান্য জল দিয়ে ঐ জল দিয়ে দিতে হবে কড়াই এ।

  3. 3

    একটু মিশ্রণ টা কষা হলে ওর মধ্যে ভেজে রাখা সবজি দিতে হবে, বড়ি,বেগুন বাদ দিয়ে। এবার স্বাদ মতো লবণ দিয়ে আর সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে একটা চাপা দিয়ে মিডিয়াম আঁচে ১৫ মিনিট এর মতো ।

  4. 4

    ১৫ মিনিট পর সব সবজি সেদ্ধ হয়ে গেছে,এবার বেগুন টা দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে, আর ও কিছু খন ফুটিয়ে নিতে হবে লো আঁচে। এবার গুলে রাখা দুধ টা দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করতে হবে, দুধের সাথে ময়দা টা দিলে টেক্সচার টা ভালো আসে। চিনি টা দিয়ে ভেজে রাখা বড়ি মিশিয়ে নিতে হবে, সব শেষে ২ চা চামচ ঘি আর ১৷২ চা চামচ রাঁধুনি একটু গুঁড়ো করে দিতে হবে। সব একসাথে মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুখন চাপা দিয়ে রেখে দিতে হবে।

  5. 5

    ৫-৭ মিনিট পর চাপা খুলে একটা প্লেটে সাজিয়ে দিলেই আমার তৈরি "দুধ শুক্ত"

  6. 6

    এবার সুন্দর করে সাজিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন। অসাধারণ লাগে এই "দুধ শুক্ত"রেসিপি টি। দুধ শুক্ত যেহেতু সাদা হয় তাই দুধ টা মাস্ট। আর সাদা তেল দিয়ে বানিয়েছি, এখানে কোন হলুদ গুঁড়ো ইউজ হয় না। (আপনারা চাইলে সর্ষে তেল ইউজ করতে পারেন। সেই একই স্বাদ হবে।)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes