দুধ শুক্তো (Doodh shukto recipe in bengali)

Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

#MJ
মায়ের প্রিয় রেসিপি

দুধ শুক্তো (Doodh shukto recipe in bengali)

#MJ
মায়ের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ৪ টি বড় করলা
  2. ২+২+২+২ টি মাঝারি কাঁচকলা, আলু, মিষ্টি আলু ও বেগুন
  3. ১/২ +১/২কাপ বরবটি ও গাজর লম্বা করে কাটা
  4. ১ টেবিল চামচ পাঁচ ফোড়ন ড্রাই রোস্ট করে গুঁড়ো করা
  5. ৮-১০ টি বড়ি ভাজা
  6. ১ টেবিল চামচ রাঁধুনি মশলা বাটা
  7. ১/২ টেবিল চামচ গোটা রাঁধুনি মশলা
  8. ১ ইঞ্চির ১ টি আদা ও কাঁচালঙ্কা থেঁতো করা
  9. ২ +২টেবিল চামচ সাদা সর্ষে ও পোস্ত
  10. ৭-৮ টি কাজু
  11. ২ টি তেজপাতা ও শুকনো লঙ্কা
  12. ১ টেবিল চামচ চিনি
  13. স্বাদ অনুযায়ী নুন
  14. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  15. ১ টেবিল চামচ গাওয়া ঘি
  16. ২ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে গোটা সব্জী লম্বা করে কেটে নিয়ে সমস্ত সব্জী ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    সর্ষে, পোস্ত ও কাজু ২ ঘন্টা ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে পরিমান মতো তেল গরম করে সামান্য নুন দিয়ে করলা ভেজে তুলে রাখুন তারপর অবশিষ্ট তেল বেগুন লাল করে ভেজে নিন।

  4. 4

    কড়াইতে ৫ টেবিল চামচ তেল গরম করে তেজপাতা-শুকনো লঙ্কা ও গোটা রাঁধুনি ফোড়ন দিয়ে সমস্ত কাঁচা সব্জী স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাজতে থাকুন। ভালো করে ভাজা হয়ে গেলে রাঁধুনি মশলা বাটা ও থেঁতো করা আদা-লঙ্কা মিশিয়ে নিন। এরপর সর্ষে-পোস্ত-কাজু বাটা ও চিনি মিশিয়ে দুধ দিয়ে কড়াই ঢেকে মাঝারি আঁচে সব্জী সেদ্ধ হতে দিন।

  5. 5

    সব্জী সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা করলা ও বেগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে এবং ড্রাই রোস্ট করা পাঁচ ফোড়ন গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করে বড়ি ভাজা ও ঘি মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দুধ শুক্তো। এবার গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

Similar Recipes