নিরামিষ আলুর দম (niramish aloor dum recipe in bengali)

Priyanka Mukherjee Das
Priyanka Mukherjee Das @priyanka25

নিরামিষ আলুর দম (niramish aloor dum recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
2 জন
  1. ৩/৪ টি বড় আলু (৪ ফাঁক করে কাটা)
  2. ১ চা চামচ আদা
  3. ১টাটমেটো
  4. ১টাকাচাঁ লঙ্কা
  5. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  6. ১ টা শুকানো লঙ্কা
  7. ১/২ চা চামচগোটা জিরে
  8. ১/২ চা চামচগোটা ধনে
  9. স্বাদ মতো নুন আর চিনি
  10. ১/২ চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে প্রেশার কুকারে সর্ষের তেল দিতে হবে ২ টেবিল চামচ

  2. 2

    তেল গরম হলে তা তে গোটা জিরে ফোড়ন দেব।

  3. 3

    এরপর ৪ ফাঁক করে কেটে রাখা আলু গুলো তেলে দেবো।

  4. 4

    আলু ভাজার গন্ধ বেরোলেই তাতে টমেটো টা দিয়ে দেবো।

  5. 5

    এবার আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা টা দেবো।

  6. 6

    স্বাদ মতো নুন আর হলুদ দেবো। যারা রান্নায় চিনি দেন তারা চিনি দিতে পারেন। আমি দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।

  7. 7

    একটু নেড়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো। জল দেওয়ার দরকার নেই।

  8. 8

    কম আঁচে রান্না টি হবে। ৩/৪ টি সিটি পড়লে বন্ধ করে দিতে হবে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকনাটি বন্ধ করে রেখে দেবো।

  9. 9

    নিরামিষ আলুর দম তৈরি। গরম লুচি বা পরোটা দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Mukherjee Das

Similar Recipes