মোচার  ঘন্ট(Mochar ghonto recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#ঠাকুরবাড়ি ২০২১
মোচা নিরামিষ বা আমিষ দুই ই ,ঠিক করে রান্না করতে পারলে খেতে খুবই ভাল লাগে।এটি সাদা ভাতের সাথে খেতে ভাল লাগে।

মোচার  ঘন্ট(Mochar ghonto recipe in Bengali)

#ঠাকুরবাড়ি ২০২১
মোচা নিরামিষ বা আমিষ দুই ই ,ঠিক করে রান্না করতে পারলে খেতে খুবই ভাল লাগে।এটি সাদা ভাতের সাথে খেতে ভাল লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টিমোচা
  2. ১ টা বড় আলু
  3. ৫-৬ টাডালের বড়ি
  4. ৩টেবিল চামচ নারকেল কোরা
  5. ১ টাতেজপাতা
  6. ১ টাশুকনো লঙ্কা
  7. ১/২চা চামচ গোটা জিরে
  8. ২চা চামচ জিরে গুঁড়ো
  9. ১চা চামচ ধনে গুঁড়ো
  10. ২চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১চা চামচ আদা বাটা
  13. ১ চিমটি হিং
  14. ১চা চামচ ঘি
  15. ৩-৪টেবিল চামচ সর্ষের তেল
  16. স্বাদ মতোনুন আর চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মোচা কেটে,বেছে ধুয়ে নিতে হবে।প্রেসারে ১/২ চামচ হলুদ,নুন ও জল দিয়ে মোচা সেদ্ধ করে নিতে হবে।জল ঝরিয়ে রাখতে হবে।আলু খোসা ছাড়িয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে।সমস্ত মশলা হাতের কাছে গুছিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটা কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বড়ি ভেজে তুলে রাখতে হবে।আবার তেল দিয়ে আলু ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার বাকি তেল দিয়ে ফোড়নের তেজপাতা,শুকনোলঙ্কা জিরে দিয়ে দিতে হবে।ভাজার সুগন্ধ বেরলে হিং দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে কষতে হবে। মিনিট ৫ কম আঁচে কষিয়ে আদাবাটা ও জলে গুলে রাখা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষতে হবে।

  4. 4

    এবার আলু,নুন,চিনি দিয়ে নেড়ে জল দিতে হবে।আলু সেদ্ধ হয়ে এলে বড়ি গুলো হাতে ভেঙে দিয়ে দিতে হবে।২-৩ বড়ি রেখে দেব পরে ওপর দিয়ে দেওয়ার জন্য।

  5. 5

    কিছুক্ষণ রান্না করে ১/২চা চামচ ময়দা ছড়িয়ে ভাল করে মিশিয়ে নেব।এবার ঘি দিয়ে গ্যস অফ করব।নামিয়ে নারকেল কোরা ও বাকি বড়ি ভেঙে ওপরে ছড়িয়ে পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes