ধোঁকার ডালনা (কুমড়ো দিয়ে) (dhokar dalna recipe in Bengali)

Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

ধোঁকার ডালনা (কুমড়ো দিয়ে) (dhokar dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১: ৩০মিনিট
৪ জন
  1. ১কাপ ছোলার ডাল
  2. ৩০০গ্রাম কুমড়ো
  3. ৪চা চামচ আদা বাটা
  4. স্বাদ মতকাঁচা লঙ্কা
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  8. ৩টে টমেটো পেস্ট
  9. ৪চা চামচ কাজু বাটা
  10. ৪চা চামচ পোস্ত বাটা
  11. ১/২ চা চামচ গোটা জিরে
  12. ৩টে এলাচ
  13. ২টুকরো দারুচিনি
  14. ২টো তেজ পাতা
  15. পরিমাণ মতসর্ষে তেল
  16. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১: ৩০মিনিট
  1. 1

    ছোলার ডাল সারা রাত ভিজিয়ে নিতে হবে। সকালে ডালের মধ্যে নুন, হলুদ, আদা, লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তাতে ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিতে হবে। ভালো করে ভেজে ম্যাশ করে নিতে হবে।

  3. 3

    তার পর কুমড়োর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে দিতে হবে। তার পর দুটো কে এক সাথে ভালো করে মিশিয়ে শুকিয়ে নিতে হবে।

  4. 4

    একটা থালায় তেল মাখিয়ে তাতে ডো টা দিয়ে সমান করে নিতে হবে, তার পর পিস পিস করে কেটে নিন। আর ঠান্ডা করে নিতে হবে। করাই তে তেল দিয়ে ভেজে নিতে হবে।

  5. 5

    কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ, দারুচিনি, লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিতে হবে।তার পর আদা বাটা, ধনে-জিরে গুরো, হলুদ,নুন, টমেটো পেস্ট, কাজু পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার পর অল্প জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে তাতে ভেজে রাখা ধোঁকার টুকরো গুলো দিয়ে আর সামান্য মিষ্টি দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। তা হলেই তৈরি হয়-এ যাবে ধোঁকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

Similar Recipes