কুমড়ো ডিমের বড়া (kumro dimer bora recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee
Sanghamitra Mandal Banerjee @sangha2020
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৫০মিনিট
৬-৭ জন্য
  1. ২০০গ্রাম কুমড়ো
  2. ১টি ডিম
  3. স্বাদ মতনুন ও শুকনোলঙ্কা গুঁড়ো
  4. ৪-৫টি কাঁচালঙ্কা কুচি
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১.৫ টেবিল চামচ চালের গুঁড়ো
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ৪-৫টি রসুন কুচি
  9. পরিমাণ মতভাজার জন্য সর্ষে তেল
  10. ৪-৫ টেবিল চামচ বেসন

রান্নার নির্দেশ সমূহ

৪০-৫০মিনিট
  1. 1

    কুমড়ো খোসা ছাড়িয়ে নিতে হবে। গ্রেটার দিয়ে ভালো করে কুমড়ো কুচিয়ে নিতে হবে।

  2. 2

    কুচানো কুমড়োকে হাত দিয়ে চেপে চেপে ভিতরের জল বার করে নিতে হবে। এর মধ্যে এবার নুন,হলুদ, শুকনোলঙ্কাগুঁড়ো, ডিম,আদাবাটা, রসুনকুচি,বেসন, চালেরগুঁড়ো ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালো করে মেশাতে হবে।

  3. 3

    মিশ্রণটা পাতলা হলে অল্প বেসন দরকার হলে মেশাতে পারেন।

  4. 4

    কড়াইতে তেল গরম করে ছোট ছোট বল আকারে তেলে ছাড়তে হবে। মাঝারি আঁচে ভালো ভাজতে হবে।

  5. 5

    বড়াগুলো বাদামি রং হলে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে। বড়াগুলো নরম ও সুস্বাদু খেতে হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanghamitra Mandal Banerjee

মন্তব্যগুলি

Similar Recipes