পাস্তা (pasta recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

পাস্তা (pasta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রামপাস্তা
  2. ২টোডিম
  3. ১/২ কাপ সব্জী ইচ্ছে মতো (আলু,বিন্স,গাজর)
  4. ১ টা বড়পেঁয়াজ মিহি করে কুচানো
  5. ৪ টেবিল চামচসাদা তেল
  6. স্বাদ মতনুন
  7. পরিমাণ মতপাস্তা সস
  8. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    পাস্তা নুন ও সামান্য সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিন। এতে সিদ্ধ ভালো হবে এবং চিপকাবে না।জল ঝরিয়ে নিন।

  2. 2

    সমস্ত সব্জি ৪-৫ মিনিট ফুটিয়ে নিন।

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে সব্জি গুলো হালকা ভেজে নিন।

  4. 4

    এবার ভাজা সব্জির মধ্যে কুচানো পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন।

  5. 5

    স্বাদমতো নুন দিয়ে সেদ্ধ করা পাস্তা দিন।ভালো করে মিক্স করে নিন।

  6. 6

    একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ডিম ভেজে নিন। খুন্তি দিয়ে কেটে ঝুরিঝুরি করে নিন।

  7. 7

    পাস্তার সাথে ভাজা ডিম মিশিয়ে নিন।

  8. 8

    পাস্তা সস, গোলমরিচগুঁড়া দিয়ে ভালো করে মেখে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

Similar Recipes