মিক্সড ভেজিটেবল চপ(Mixed vegitable chop recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

মিক্সড ভেজিটেবল চপ(Mixed vegitable chop recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জনের
  1. 1/2 কাপ বাঁধাকপি কুচি
  2. 1/2 কাপ গাজর কুচি
  3. 1টা পেঁয়াজ কুচি
  4. ৪টে কাঁচা লঙ্কা কুচি
  5. 1/2 ক্যাপ্সিকাম কুচি
  6. 1/2 কাপ পেঁয়াজ পাতা কুচি
  7. 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. 1 চা চামচ সোয়াসস
  9. 1 চা চামচ রেড চিলিসস
  10. 1 চা চামচ ভিনিগার
  11. 2 চা চামচ ময়দা
  12. 1/2 কাপ কাঁচা বাদাম
  13. 2 চা চামচ কর্নফ্লাওয়ার
  14. 1 চা চামচ চালের আটা
  15. 2 চা চামচ সাদা তেল
  16. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে অল্পতেলে কাঁচাবাদাম গুলো ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    সব সবজিগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে একটি বাটিতে রাখতে হবে।

  3. 3

    গোলমরিচ গুড়া করে নিতে হবে।

  4. 4

    তেল বাদে সমস্ত উপকরন একটা বাটিতে নিয়ে,আন্দাজমতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।২চামচ তেল মাখিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  5. 5

    ৫মিনিট পর আর একবার হালকা হাতে মেখে নিয়ে মাখা মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাতের তালুতে গোল করে চপের মতো গড়ে নিতে হবে।

  6. 6

    এবার কড়াইয়ে তেল গরম করে চপ গুলো ডুবো তেলে ভেজে নিলেই তৈরী মিক্সড ভেজিটেবল চপ।

  7. 7

    গরম গরম চা,সঙ্গে চপমুড়ি এ বর্ষায় একদম আদর্শ সন্ধ্যায় জলখাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

মন্তব্যগুলি

Similar Recipes