ক্রিস্পি চিকেন বার্গার (crispy chicken burger recipe in Bengali)

Jaya Ghosh
Jaya Ghosh @cook_30828548

#পছন্দেররেসিপি
#sunanda

ক্রিস্পি চিকেন বার্গার (crispy chicken burger recipe in Bengali)

#পছন্দেররেসিপি
#sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিরিশ মিনিট
চার জন
  1. ৪ টে বার্গারের বান,
  2. ৪ টুকরো বোনলেস চিকেন
  3. ৪ টে লেটুস
  4. ২ টো +১/২+১/২ চা চামচ পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো , কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  5. ১/৪ +১/৪+!১/৪ +১/৪চা চামচ দারুচিনি , রসুন আদা , জায়ফল , অরিগ্যানো
  6. ৪ টে চীজ,
  7. ৩ কাপ ময়দা
  8. ২৫০ এম এলতেল
  9. ১ টা সোডা ওয়াটার
  10. ১ টাডিম
  11. স্বাদ মতনুন
  12. পরিমাণ মতমেয়োনিজ

রান্নার নির্দেশ সমূহ

তিরিশ মিনিট
  1. 1

    বান চারটে হাঁফ করে কেটে অল্প করে শেকে নিতে হবে তাওয়া তে। চিকেনের পিসগুলো নুন গোলমরিচ মাখিয়ে রাখতে হবে। 3টে বাটি নিতে হবে। এজটা বাটিতে এক কাপ ময়দা, একটু গোলমরিচ, কাশ্মীরি মির্চি গুরো ও নুন দিয়ে মিশিয়ে রাখতে হবে। দ্বিতীয় বাটিতে একটা ডিম, অল্প নুন মিশিয়ে তাতে ওয়ান থার্ড কাপ ময়দা, অল্প সোডা ওয়াটার মিশিয়ে ভালো করে মিক্স করতে হবে। তৃতীয় বাটিতে এক কাপ ময়দা, অল্প নুন, গোলমরিচগুঁড়ো,রসুন গুরো,আদার গুরো, জায়ফল গুরো, দারচিনি গুরো, কাশ্মীরি মির্চি পাউডার, মাস্টার্ড পাউডার, অরিগানো মিশিয়ে নিন।

  2. 2

    এবার চিকেনগুলো পরপর তিনটে মিক্সচারে কোট করে তেলে ডীপ ফ্রাই।

  3. 3

    হাফ করে কাটা বার্গারের বানটা মেওনিজ,চিকেন,লেটুস,চিজ,পিয়াজ মাঝখানে দিলেই তৈরি ক্রিসপি চিকেন বার্গার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaya Ghosh
Jaya Ghosh @cook_30828548

মন্তব্যগুলি

Similar Recipes