চিকেন বার্গার(chicken burger recipe in Bengali)

Rakhi Dutta
Rakhi Dutta @cook_29496874

#আমারপ্রথমরেসিপি

চিকেন বার্গার(chicken burger recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জন
  1. ৩ টেরেডিমেড বার্গার
  2. ৩ টেলেটুস পাতা
  3. ৩ চা চামচ মেয়োনিজ
  4. ৩ টেচীজ স্লাইস
  5. ৩ চা চামচ টমেটো সস
  6. ১ টাপেঁয়াজ স্লাইস করা
  7. ১ টা টমেটো স্লাইস করা
  8. ৩০০গ্রামচিকেন কিমা
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ১ চা চামচ আদরসুন বাটা
  12. ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  13. ১ টা ডিম
  14. ৩ চা চামচ কর্ণফ্লাওয়ার
  15. ১ চা চামচ ময়দা
  16. ২ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন,আদারসুন বাটা,নুন, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্গার গুঁড়ো, ডিম, ময়দা,কর্ণফ্লাওয়ার দিয়ে টাইট করে মেখে নিতে হবে।

  2. 2

    প্যান এ সাদা তেল দিয়ে গরম করে চিকেন টাকে ৩ টিকির আকারে গড়ে নিয়ে দু পিট ফ্রাই করে নিতে হবে।

  3. 3

    এবার বার্গার গুলো মাঝখান থেকে কেটে প্যান এ সেঁকে নিতে হবে।

  4. 4

    একটা প্লেট এ ৩ বার্গার এর নিচের অংশ রেখে তাতে মেয়োনিজ মাখিয়ে, লেটুস পাতা দিয়ে,চিকেন টিকি রেখে,উপরে টমেটো স্লাইস,পেঁয়াজ স্লাইস,চিজ স্লাইস,টমেটো সস দিয়ে উপর থেকে বান এর উপর দিক টা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেন বার্গার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Dutta
Rakhi Dutta @cook_29496874

Similar Recipes