আমের কালাকাঁদ (aamer kalakand recie in Bengali)

শ্রে য়া
শ্রে য়া @cook_30965901

আমের কালাকাঁদ (aamer kalakand recie in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপআমের পাল্প
  2. ১ কাপদুধ
  3. ২ টেবিল চামচগুঁড়ো দুধ
  4. স্বাদমতোচিনি
  5. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  6. পরিমাণ মতো ছানা
  7. ২ টেবিল চামচপেস্তা বাদাম
  8. ২ টেবিল চামচকাজু বাদাম
  9. ২ টেবিল চামচআমন্ড বাদাম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিতে হবে।

  2. 2

    দুধ একদম ঘন হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো দুধ,আমের পাল্প, ছানা ও সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াতে থাকতে হবে।

  3. 3

    ভালো করে মিশে টাইট হয়ে গেলে একটা থালা তে নামিয়ে ফ্রিজ এ রাখতে হবে ভালো করে জমাট বাঁধার জন্য।

  4. 4

    এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে টুকরো করে কেটে নিয়ে ওপরে কাজু, পেস্তা ও আমন্ড বাদাম এর কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমের কালাকাঁদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শ্রে য়া
শ্রে য়া @cook_30965901

Similar Recipes