ওরিও কেক (Oreo cake recipe in Bengali)

Swapna Chatterjee
Swapna Chatterjee @Bhuj

#কুকপ্যাড#sarekahon

ওরিও কেক (Oreo cake recipe in Bengali)

#কুকপ্যাড#sarekahon

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫৫  মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রাম চকোলেট ফ্লেভারের ওরিও বিস্কিটের প্যাকেট
  2. ১ কাপদুধ
  3. ৫ গ্রামইনো
  4. ১.৫ চা চামচসুগার পাউডার
  5. পরিমাণ মতচকোলেট চিপস এবং আমন্ড এর টুকরো (সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

৫৫  মিনিট
  1. 1

    সর্বপ্রথম একটা কড়াইতে বেশ খানিকটা নুন দিয়ে সেটা আঁচে বসান এবং নুন এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিন। এই কড়াইটি কে ১০ মিনিট প্রিহিট করে নিতে হবে।

  2. 2

    ওরিও বিস্কিট গুলোকে মিক্সিং জারে টুকরো করে দিয়ে দিন এবং এর সাথে মিশিয়ে দিন ১ কাপ দুধ।

  3. 3

    এটাকে ব্লেন্ড করে নিন।

  4. 4

    এবার এর মধ্যে দিয়ে দিন সুগার পাউডার এবং খুব ভালো করে মিশিয়ে নিন। খুব সুন্দর করে মিক্স করবেন যেন একটা স্মুদ ব্যাটার তৈরী হয়।

  5. 5

    এবার এর মধ্যে দিয়ে দিন ১ প্যাকেট ইনো (মনে রাখবেন নরমাল ইনো ব্যাবহার করতে হবে অন্য কোন ফ্লেভার নয়)

  6. 6

    ইনো দেবার পর এক চামচ দুধ দিয়ে সেটা ভালকরে মিশিয়ে নিন।

  7. 7

    এবার একটা কেকের টিনে (বাটার পেপার ব্যাবহার করা যেতে পারে) মাখন ব্রাশ করে নিন এবং কেকের ব্যাটার টিনের মধ্যে ঢেলে দিন।

  8. 8

    ওপর থেকে আমন্ড কুচি, চকো চিপস ছড়িয়ে দিন।

  9. 9

    এবার ১০ মিনিট প্রিহিট করে রাখা কড়াইয়ের স্ট্যান্ড এ পাত্রটিকে বসিয়ে দিন।

  10. 10

    ৪০ থেকে ৪৫ মিনিট কম আঁচে রাখুন। মাঝখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিন কেক হয়েছে কি না।

  11. 11

    কেক হয়ে গেলে পাত্রটিকে ঠান্ডা হতে দিন এবং পাত্রটিকে উল্টো করে একটু ঝাঁকিয়ে কেকটিকে বের করে নিন। আপনার ওরিও কেক তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swapna Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes