নারকেল নাডু (Narkel naru recipe in Bengali)

Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

#JM
জন্মাষ্টমী স্পেশাল কুকপ্যাড রেসিপি থেকে আমি নারকেল নাডু বেছে নিয়েছি।

নারকেল নাডু (Narkel naru recipe in Bengali)

#JM
জন্মাষ্টমী স্পেশাল কুকপ্যাড রেসিপি থেকে আমি নারকেল নাডু বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
4 জন
  1. 1 টিনারকেল কোরানো
  2. 1/2কাপচিনি
  3. 1 টিছোট সাইজ এর তেজপাতা
  4. 2 চা চামচ মিল্ক পাউডার
  5. 1চিমটি এলাচ গুঁড়ো
  6. 1চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    চিনি, নারকোল কোরা, এলাচ ও ছোট তেজপাতা একসাথে মিশিয়ে কিছু ক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। অন্য একটা পাত্রে ঘী ব্রাশ করে নিতে হবে।

  2. 2

    ফ্লেম অন করে ওই মিশ্রণ একটি প্যান এ হাল্কা আঁচ এ কিছুক্ষণ নাড়তে হবে। আঠালো হয়ে গেলে মিল্ক পাউডার ও এলাচ গুঁড়ো দিয়ে ফ্লেম অফ করে ঢেকে রাখতে হবে।

  3. 3

    10 মিনিট অপেক্ষা করে আরো কিছু ক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। হাতে ঘী নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে ওই ঘী মাখানো পাত্রে রাখতে হবে।

  4. 4

    ব্যাস তৈরি নারকেল নাডু। এয়ার টাইট কোটোতে রেখে দিলে বেশ কিছু দিন পর্যন্ত খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sadiya yeasmin
Sadiya yeasmin @Sadiya_yeamin

Similar Recipes