শাহী পনির (Shahi paneer recipe in Bengali)

Papiya Dutta
Papiya Dutta @cook_16749292

শাহী পনির (Shahi paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
5জন
  1. 250 গ্রামপনির
  2. 1 চা চামচকরে পস্ত, কাজু,লঙ্কা বাটা
  3. 1/2 চা চামচহলুদ, গরমমসলার গুঁড়ো,
  4. 1 চা চামচকরে কাশ্মীরি লংকার গুঁড়ো,চিনি
  5. 1টেবিল চামচ ঘি
  6. 1টেবিল চামচ কারীপাতা
  7. 2টেবিল চামচ তেল
  8. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    তেল গরম করে পনির কে নুন, হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার ওই তেলে বাটা মসলা, নুন, হলুদ দিয়ে কষিয়ে চিনি, গরমমসলা মিশিয়ে নিতে হবে। মসলা থেকে তেল ছাড়লে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে

  3. 3

    ঝোল ফুটলে পনির দিয়ে আরও একটু ফুটিয়ে ঝোল ঘন হলে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একটা কড়াইতে ঘি গরম করে কারীpata,কাশ্মীরি লংকার গুঁড়ো ভেজে পনিরে মিশিয়ে নিতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Dutta
Papiya Dutta @cook_16749292

Similar Recipes