গুড়ের নারকেল নাড়ু (gurer narkel naru recipe in Bengali)

Ruma's evergreen kitchen !!
Ruma's evergreen kitchen !! @Ruma_123

#মিষ্টি
নারকেল নাড়ু বহু প্রাচিন কালের একটি বাঙালি জন প্রিয় মিসটি।

গুড়ের নারকেল নাড়ু (gurer narkel naru recipe in Bengali)

#মিষ্টি
নারকেল নাড়ু বহু প্রাচিন কালের একটি বাঙালি জন প্রিয় মিসটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
12জন
  1. 500 গ্রামনারকেল করা
  2. 300 গ্রামআখের গুড়
  3. 70 গ্রামচিনি
  4. 2 কাপদুধ
  5. 8টিছোট এলাচ
  6. 4 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে 4 টি বড় সাইজের নারকেল কুড়ে নেব ।

  2. 2

    এর পর করা তে আখের গুড় আর দুধ দিয়ে ভাল করে জাল দিয়ে নেব।

  3. 3

    এবার কুড়িয়ে নেওয়া নারকেল গুলো ওতে দিয়ে অনবরত নেড়ে যাব।5 মিনিট নাড়ার পর ওতে চিনি দিয়ে দেব।

  4. 4

    এবার এটা একদম অল্প আঞ্চে রান্না হতে দেবো।আর ক্রমাগত এটা নেড়ে জেতে হবে নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাক।

  5. 5

    যখন দেখব এটা প্রায় মাখো মাখো ভাব এসে গেছে তখন এলাচ গুঁড়ো মিসিয়ে দেবো আঁচ টি বন্ধো করে একটু ঠান্ডা হতে দেবো।

  6. 6

    এরপর হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট গোল করে নেব।বস এবার আমাদের নারকেল নাড়ু তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruma's evergreen kitchen !!

Similar Recipes