এগ চিকেন ফ্রায়েড রাইস (egg chicken fried rice recipe in Bengali

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#KRC1
কুকপ্যাডের রান্নাঘর চ্যালেঞ্জ থেকে এই সপ্তাহে আমি বেছে নিলাম ফ্রায়েড রাইস। রেস্টুরেন্টের স্বাদে এগ চিকেন ফ্রায়েড রাইস রেসিপি সকলের সঙ্গে শেয়ার করলাম।

এগ চিকেন ফ্রায়েড রাইস (egg chicken fried rice recipe in Bengali

#KRC1
কুকপ্যাডের রান্নাঘর চ্যালেঞ্জ থেকে এই সপ্তাহে আমি বেছে নিলাম ফ্রায়েড রাইস। রেস্টুরেন্টের স্বাদে এগ চিকেন ফ্রায়েড রাইস রেসিপি সকলের সঙ্গে শেয়ার করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. ২৫০ গ্রাম বাসমতী চাল
  2. ১ টি গাজর
  3. ১০-১২ টি বিনস
  4. ১ টি ছোট ক্যাপ্সিকাম
  5. ২ টি মাঝারি পেঁয়াজ
  6. পরিমাণ মতো অল্প পেঁয়াজ শাক
  7. ১০০ গ্রাম বোনলেস চিকেন
  8. ৩ টি ডিম
  9. ১ টেবিল চামচ আদা কুচি
  10. ১ টেবিল চামচ রসুন কুচি
  11. ৪-৫ টি কাঁচা লঙ্কা কুচি
  12. ১ চা চামচ আদা রসুন বাটা
  13. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  14. স্বাদ অনুযায়ীলবণ
  15. ১ টেবিল চামচ সোয়া সস্
  16. ১ টেবিল চামচ ভিনিগার
  17. ৫০০ মিলি সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    চিকেন এর মধ্যে আদা রসুন বাটা,সামান্য গোলমরিচ গুঁড়ো,অল্প সোয়া সস্ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ১৫ মিনিট রেখে কড়াইতে তেল গরম করে চিকেন এর টুকরো গুলো ভেজে তুলে রাখুন।

  2. 2

    ডিম গুলো ফেটিয়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভেজে ছোট ছোট টুকরো করে তুলে রাখুন।

  3. 3

    এবার কড়াইতে একে একে আদা কুচি,রসুন কুচি, গাজর কুচি, বিন্সকুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভেজে নিন।ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিন।

  4. 4

    জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আগে থেকেই বাসমতী চালের ঝরঝরে ভাত বানিয়ে রাখুন।

  5. 5

    সবজি ভাজা ভাজা হয়ে আসলে ভাতটা দিয়ে দিন।ভাত দেওয়ার পর সোয়া সস্ আর ভিনিগার দিয়ে সমস্ত কিছু একসঙ্গে সাবধানে মিশিয়ে নিন।খেয়াল রাখবেন ভাত যেনো ভেঙে না যায়।

  6. 6

    সবজি ভাত মেশানো হলে চিকেন আর ডিম দিন।পেঁয়াজ শাক আর গোলমরিচ গুঁড়ো ও এই সময় দিয়ে দিন।তারপর সবকিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন।

  7. 7

    পছন্দ মত যেকোনো সাইড ডিশের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এগ চিকেন ফ্রায়েড রাইস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes