আলু কাবলি (aloo kabli recipe in Bengali)

Chhanda Nandi
Chhanda Nandi @Ribhu
খড়গপুর

আলু কাবলি (aloo kabli recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10মিনিট
1জন
  1. 2 টোবড়ো সাইজের আলু
  2. 1/2ছোলা মটর সেদ্ধ
  3. 3 চা চামচতেতুঁল গোলা
  4. 1টি পেঁয়াজ কুচি
  5. 1/2 চা চামচগোটা জোয়ান
  6. 1টি শসা কুচানো
  7. স্বাদমতকাঁচালঙ্কা কুচিন,
  8. 1 চা চামচ জিরে গুঁড়ো
  9. 2টোশুকনো লঙ্কা
  10. 15টাগোলমরিচ
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. পরিমান মত ধনে পাতা
  13. 1 টিটমেটো কুচি
  14. 2 চা চামচলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

10মিনিট
  1. 1

    আলু কে টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা, মটর কে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে । শসা, পেঁয়াজ, টমেটো ইত্যাদি সমস্ত উপকরণ কেটে নিতে হবে।

  2. 2

    তেঁতুল টা একটু গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর চটকে বার করে নিতে হবে।

  3. 3

    কড়াই গরম করে জোয়ান,ধনে, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ সব ভেজে গুঁড়ো করে নিতে হবে।

  4. 4

    একটা মিক্সিং বলে একে একে সমস্ত উপকরণ নিয়ে পরিমান মতন নুন, তেতুঁলের রস, ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ওপর থেকে একটু মশলা ছড়িয়ে দিলেই রেডী।

  5. 5

    মশালে দার আলু কাবলি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Nandi
খড়গপুর
ভালো বাসা শুধু রান্নাতেই❤️❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes