বাটার কুকিজ (Butter cookies recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#GB4
#Best of 2021

বাটার কুকিজ (Butter cookies recipe in bengali)

#GB4
#Best of 2021

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. 2 কাপময়দা
  2. 60 গ্রামবাটার / মাখন
  3. 2টেবিল চামচ সাদা তেল
  4. 1/2 কাপ চিনি গুঁড়ো
  5. 1/2 চা চামচবেকিং পাউডার
  6. 2 চা চামচভ্যানিলা এসেন্স
  7. 4-5 টি পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে বাটার ও চিনি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে 5 7মিনিট আরও ফেটাতে হবে।

  2. 2

    এরপর বাটারের মিশ্রণে অল্প অল্প করে ময়দা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এতে বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স দিয়ে হাতের সাহায্যে একটি নরম ডো বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ওই ডো থেকে ছোটো অংশ নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে নিতে হবে। তার ওপর এক টুকরো করে পেস্তা বাদাম দিতে হবে।

  5. 5

    গ্যাসে একটি ভাড়ি তলওয়ালা কড়াইয়ে কিছুটা লবণ দিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিট এর জন্য।

  6. 6

    এদিকে একটি থালাতে সাদা তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে তার ওপর তৈরি করে রাখা ময়দার গোল অংশ গুলো একটু ফাঁকা করে রেখে গরম করে নেওয়া কড়াইতে বসিয়ে ঢেকে দিতে হবে।

  7. 7

    কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে যখন চারপাশে লাল রং ধরবে গ্যাস বন্ধ করে ঢেকে রাখতে হবে 5 মিনিট এর জন্য। তৈরি বাটার কুকিজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes