গাজরের সব্জী (Gajarer sabji recipe in Bengali)

Shampa Chatterjee
Shampa Chatterjee @Shampa07

গাজরের সব্জী (Gajarer sabji recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২জন
  1. ২টো বড় গাজর
  2. ১/২কাপ কড়াইশুটি
  3. ১টা বড় আলু
  4. ১চা চামচ জিরে গুঁড়ো
  5. ১চা চামচ ধনে গুঁড়ো
  6. ১চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদ মতলবণ
  8. পরিমাণ মত সাদা তেল
  9. স্বাদ মতচিনি
  10. ১টা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে গাজর, আলু, ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোরন দিতে হবে। এরপর সব সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারমধ্যে নুন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লংকা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৩মিনিট।

  3. 3

    ৩মিনিট পর ঢাকা খুলে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গাজরের সব্জী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Chatterjee

মন্তব্যগুলি

Similar Recipes