গাজরের বরফি(Gajarer Barfi recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

গাজরের বরফি(Gajarer Barfi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪-৫জনের জন্য
  1. ৪-৫টি গাজর
  2. ১কাপ গুঁড়ো দুধ
  3. স্বাদ অনুযায়ীচিনি
  4. ১/২চা চামচ এলাচ গুঁড়ো
  5. ১ চিমটি নুন
  6. ১/২কাপআমন্ড ও পেস্তা কুচি
  7. ৪ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে গাজরগুলি খোসা ছাড়িয়ে ছোট ছোট গোল করে কেটে নিয়ে অল্প জল ও নুন দিয়ে ভাপে সিদ্ধ করে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এরপর প্যানে ২টেবিল চামচ ঘি গরম করে তেজপাতা দিয়ে গাজরের পেস্টটি দিয়ে নারাচারা করে স্বাদ অনুযায়ী চিনি ও গুঁড়ো দুধ দিয়ে মাঝারি আঁচে নারাচারা করতে হবে। এবার গাজরের পেস্টটি ঘন হয়ে আসলে আরও ২ টেবিল চামচ ঘি দিয়ে পেস্তা ও অ্যালমন্ড কুচি, এলাচ গুঁড়ো দিয়ে নারতে হবে । এরপর প্যান থেকে গাজরের পেস্টটি আপনা থেকে ছেড়ে আসলে গ্যাস অফ করে দিতে হবে।

  3. 3

    এবার একটি প্লেটে ঘি ব্রাস করে গাজরের পেস্টটি ঢেলে চৌকো সেপ করে আরও একটু পেস্তা ও অ্যালমন্ড কুচি ছড়িয়ে উপর থেকে ঘি দিয়ে ব্রাস করে দিতে হবে।এরপর ঠান্ডা করতে হবে।

  4. 4

    এরপর তিন - চার ঘন্টা পর ছুরির মধ্যে ঘি লাগিয়ে পিস করে কেটে নিতে হবে। এবার তৈরি গাজরের বরফি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes