কাতলা মাছের পাতলা ঝোল (Katla macher patla jhol Recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

শীতকালের টাটকা ফুলকপি ও আলু দিয়ে হাল্কা করে বানানো, কাতলা/রুই মাছের এই ঝোল খুবই ভাল লাগে।খুব সহজেই এই মাছের ঝোল বানিয়ে ফেলা যায়।

কাতলা মাছের পাতলা ঝোল (Katla macher patla jhol Recipe in bengali)

শীতকালের টাটকা ফুলকপি ও আলু দিয়ে হাল্কা করে বানানো, কাতলা/রুই মাছের এই ঝোল খুবই ভাল লাগে।খুব সহজেই এই মাছের ঝোল বানিয়ে ফেলা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
3-4 জন
  1. 4-5 পিসকাতলা/রুই মাছ(আমি কাতলা মাছ দিয়ে করেছি,তবে রুই মাছ দিয়েও এই রান্নাটি করা যাবে)
  2. 1 টা ছোট ফুলকপি বড় করে কাটা
  3. 2 টোআলু লম্বা ও পাতলা করে কাটা
  4. 1 টা বড় পেঁয়াজ স্লাইস
  5. 1" আদা বাটা
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচজিরে গুঁড়ো
  8. 1/2 চামচলঙ্কা গুঁড়ো
  9. 2 টোটমেটো কুচি
  10. 2-3 টেকাঁচা লঙ্কা চেরা
  11. স্বাদ মতনুন ও চিনি
  12. প্রয়োজন মতসর্ষের তেল
  13. ফোঁড়নের জন্য লাগবে:-
  14. 1 চা চামচগোটা জিরে
  15. 2 টোকাঁচা লঙ্কা চেরা

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    প্রথমে মাছে নুন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।
    ঐ তেলে আরেকটু তেল গরম করে,আলু ও ফুলকপি অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবার আরেক টু তেল গরম করে,ওতে ফোরণ দিয়ে,পেঁয়াজ স্লাইস দিয়ে ভাজতে হবে,একটু পেঁয়াজটা লাল হলে,আদা বাটা,হলুদ, লঙ্কার ও জিরে গুঁড়ো অল্প জল দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।টমেটো কুচি অল্প নুন দিয়ে ভাল করে ভাজতে হবে।

  3. 3

    টমেটো গলে গেলে,ভাজা ফুলকপি, আলু অল্প জল দিয়ে মশলার সঙ্গে কষতে হবে।
    এরপর আন্দাজ মত গরম জল, নুন,চিনি ও ভাজা মাছ দিয়ে ভাল করে নেড়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রাখতে হবে।
    সব সেদ্ধ হলে,সার্ভিং প্লেটে ঢেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes