ছোলার ডাল (Chholar dal recipe in Bengali)

Barnali Saha
Barnali Saha @Barnali_23

ছোলার ডাল (Chholar dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ছোলার ডাল
  2. ২ চা চামচ কুচানো নারকেল
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ জিরে বাটা
  5. ২ টি চেরা কাঁচা লঙ্কা
  6. ২ টি শুকনো লঙ্কা
  7. ১ টি তেজপাতা
  8. ২ টেবিল চামচসর্ষের তেল
  9. ১ চা চামচচামচ ঘি
  10. পরিমাণ মতফোঁড়নের জন্য গোটা এলাচ,লবঙ্গ,দারচিনি
  11. ১/২ চা চামচ হিং
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. স্বাদ অনুযায়ীলবণ ও চিনি
  14. ১/২ চা চামচলঙ্কার গুঁড়ো
  15. ১/৪ চা চামচফোঁড়নের জন্য অল্প গোটা জিরে
  16. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  17. পরিমাণ মত কিসমিস ও কাজুবাদাম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডাল টিকে সিদ্ধ করে নিতে হবে এবং দেখতে হবে যাতে গলে না যায়।

  2. 2

    এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা,গোটা জিরে, গরম মসলা, ও হিং ফোড়ন দিয়ে তার মধ্যে কিসমিস,কাজু বাদাম ও কুচোনো নারকেল হালকা ভেজে তারমধ্যে আদা বাটা ও জিরে বাটা পরিমাণ মত লবণ,হলুদ, লঙ্কাগুঁড়ো দিয়ে কষাতে হবে।

  3. 3

    এবার মসলা কষিয়ে তেল বেরিয়ে এলে তার মধ্যে সিদ্ধ ডাল দিয়ে প্রয়োজন হলে সামান্য জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে।

  4. 4

    ডাল খানিকক্ষণ ফুটে গেলে তারমধ্যে পরিমাণ মতন চিনি, চেরা কাঁচা লঙ্কা, গরম মসলা গুঁড়ো ও ঘি দিয়ে আরেকটু খানিকক্ষণ ফুঁটিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ছোলার ডাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Saha
Barnali Saha @Barnali_23

Similar Recipes