বাটা মাছের ঝাল (bata macher jhal recipe in Bengali)

Monti Mukherjee
Monti Mukherjee @cook_35788481

বাটা মাছের ঝাল (bata macher jhal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. ২ টুকরো বাটা মাছ
  2. ১ চা চামচআদা রসুন বাটা
  3. ১ কাপবেগুন লম্বা করে কাটা
  4. স্বাদ মতনুন
  5. ২ চা চামচহলুদ গুঁড়ো
  6. ১ চা চামচধনে জিরা গুঁড়ো
  7. ২টেবিল চামচ সর্ষের তেল
  8. ২ টো মাঝারি পেঁয়াজ স্লাইস করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বাটা মাছ ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর ওই তেলেই পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিতে হবে এবং ভাজতে হবে।

  4. 4

    এরপর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে।

  5. 5

    এরপর স্বাদমতো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।

  6. 6

    এরপর এতে আন্দাজমতো জল দিতে হবে।

  7. 7

    এরপর ভেজে রাখা বাটা মাছ দিয়ে দিতে হবে।

  8. 8

    বাটা মাছের ভিতর মশলা ঢুকলে এবং বাটা মাছ নরম হয়ে আসলে জল শুকিয়ে আসবে।

  9. 9

    এরপর গ্রেভি একটু মাখা মাখা হলে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে বাটা মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Monti Mukherjee
Monti Mukherjee @cook_35788481

মন্তব্যগুলি

Similar Recipes