এগ মশলা ম্যাগি (egg masala maggi recipe in Bengali)

Anamika Bhattacharjee
Anamika Bhattacharjee @Anu9845

এগ মশলা ম্যাগি (egg masala maggi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 1 প্যাকেট (বড় )ম্যাগি
  2. 2 টিডিম
  3. 1 টি বড় পেঁয়াজ কুচি
  4. 1 চা চামচকাঁচা লঙ্কা গুঁড়ো
  5. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  6. 2 চা চামচম্যাগি মসলা
  7. 1/3 চা চামচজিরা গুঁড়ো
  8. স্বাদ মত নুন
  9. 2টেবিল চামচ সাদা তেল
  10. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    ম্যাগি পরিমাণ মতো জলে আলাদা সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  2. 2

    একটি করাই এ তেল গরম করে ডিম ভুজিয়া করে তুলে নিতে হবে। তারপর পিয়াঁজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে হালকা লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর একে একে সবগুলো মসলা দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ ম্যাগি দিয়ে ভালো করে নাড়তে হবে।

  4. 4

    ভালোভাবে মেশানো হলে নামিয়ে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Bhattacharjee

Similar Recipes