মশলা ম্যাগি রাইস(masala maggi rice recipe in Bengali)

Rakhi Dutta
Rakhi Dutta @cook_29496874

#PBR

আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করলাম ,যেটি বাচ্চাদের সাথে সাথে বড়দের ও ভীষন ভালো লাগবে।

মশলা ম্যাগি রাইস(masala maggi rice recipe in Bengali)

#PBR

আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করলাম ,যেটি বাচ্চাদের সাথে সাথে বড়দের ও ভীষন ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
২জন
  1. 1প্যাকেট ম্যাগি নুডলস সেদ্ধ করা
  2. 1 কাপ ভাত
  3. স্বাদ মতনুন স্বাদ মতো
  4. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  5. 1 টা ম্যাগি ম্যাজিক মশলা
  6. 1 চা চামচ লেবুর রস
  7. 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি
  8. 1 টেবিল চামচ টমেটো কুচি
  9. 1 চা চামচ লঙ্কা কুচি
  10. 2 চা চামচ ধনেপাতা কুচি
  11. প্রয়োজন অনুযায়ীচীজ গ্রেট করা গার্নিশ করার জন্য
  12. 2টেবিল চামচ সাদা তেল
  13. 1টেবিল চামচ আদা রসুন বাটা

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    গ্যাস জ্বালিয়ে প্যান এ তেল গরম করে পেঁয়াজকুচি দেবো । একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে টমেটো কুচি,লঙ্কা কুচি,ধনেপাতা কুচি,আদা রসুন বাটা, নুন,হলুদ গুঁড়ো,ম্যাগি ম্যাজিক মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে হবে।

  2. 2

    সব মসলা ভালো মতো কষে গেলে ওর মধ্যে সেদ্ধ নুডলস ও ভাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে । হয়ে গেলে গ্যাস বন্ধ করে ওর মধ্যে ১ চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মসলা ম্যাগি রাইস।

  3. 3

    ২ বাটিতে মসলা ম্যাগি রাইস ঢেলে উপরে পেঁয়াজ কুচি,গ্রেট করা চিজ,ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rakhi Dutta
Rakhi Dutta @cook_29496874

Similar Recipes