পটল আলুর তরকারি (potol aloor tarkari recipe in Bengali)

Sraboni Banerjee
Sraboni Banerjee @cook_27916245

পটল আলুর তরকারি (potol aloor tarkari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম পটল
  2. ২৫০ গ্রাম আলু
  3. স্বাদ মতনুন
  4. ১ চা চামচ গোটা সাদা জিরে
  5. ৪ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ টেবিল চামচ ধনে জিরা গুঁড়ো
  7. ২ টেবিল চামচ আদা বাটা
  8. ২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ২ টেবিল চামচ ঘি
  10. ৩ টেবিল চামচ সরিষার তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটলের খোসা ছাড়িয়ে মাথা টা কেটে নিতে হবে।আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা সাদা জিরে তেজপাতা দিতে হবে।এরপর আলু পটল দিয়ে নুন হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর এতে আদাবাটা দিয়ে হলুদ নুন ধনে ও জিরে গুঁড়ো দিয়ে কষাতে হবে।এরপর এতে ভেজে রাখা আলু পটল দিতে হবে।

  4. 4

    এরপর ভাল করে কষিয়ে জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটতে গ্রেভি শুকিয়ে আসলে এবং আলু পটল সেদ্ধ হয়ে নরম হয়ে আসলে উপর থেকে ঘি গরম মসলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sraboni Banerjee
Sraboni Banerjee @cook_27916245

মন্তব্যগুলি

Similar Recipes