চাল পটল (Chal potol recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#GA4
পটল রান্না‌য় বিভিন্ন‌ভাবে ব‍্যবহার হয়ে থাকে। গ্রীষ্ম‌কালে পটল খেতে খেতে এক সময় একঘেয়ে লেগে যায় তখন এরকম একটি পদ বানিয়ে ফেললে স্বাদ বদল হয়। খেতে ও হয় অপূর্ব।

চাল পটল (Chal potol recipe in bengali)

#GA4
পটল রান্না‌য় বিভিন্ন‌ভাবে ব‍্যবহার হয়ে থাকে। গ্রীষ্ম‌কালে পটল খেতে খেতে এক সময় একঘেয়ে লেগে যায় তখন এরকম একটি পদ বানিয়ে ফেললে স্বাদ বদল হয়। খেতে ও হয় অপূর্ব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ২৫০গ্রামপটল
  2. ২টিআলু
  3. ১/২ কাপগোবিন্দভোগ চাল
  4. ১/২ চা চামচগোটা জিরে
  5. ২ টোশুকনো লঙ্কা
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. ১ চা চামচআদা বাটা
  9. ১ চা চামচকারি মশলা
  10. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  11. ২ চা চামচঘি
  12. ৪টেবিল চামচসাদা তেল
  13. ১/২ চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কড়াইয়ে তেল গরম হলে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে আলু ও পটল দিলাম। নুন,হলুদ দিয়ে মিশিয়ে দিলাম।

  2. 2

    আলু ও পটল একটু ভাজা হলে ভিজিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে নেড়ে নিয়ে, কারি মসলা দিয়ে কষিয়ে নিলাম। জল দিলাম আর ও একটু নুন দিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দশ মিনিট রান্না করে নিলাম।

  3. 3

    ঢাকা খুলে দেখলাম চাল সুসিদ্ধ হয়ে গেছে। ঘি, নারকেল কোরা, চিনি ও গরম মসলা দিয়ে দিলাম। সমস্ত‌টা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দু মিনিট আবার ঢাকা দিয়ে রাখলাম। সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলাম সুগন্ধী চাল পটল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes